X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাজার বছরের পুরনো মূর্তি ফিরে পেতে ডাচ আদালতে চীনারা

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ১৫:০৭আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৫:১১

একজন বৌদ্ধ ভিক্ষুর হাজার বছরের পুরনো একটি মূর্তি ফিরে পেতে নেদারল্যান্ডসের একটি আদালতের শরণাপন্ন হয়েছে চীনের একদল গ্রামবাসী। মূর্তিটিকে নিজেদের আধ্যাত্মিক নেতা দাবি করে এর মালিকানা চাইছে তারা।

হাজার বছরের পুরনো মূর্তি ফিরে পেতে ডাচ আদালতে চীনারা চীনের পূর্বাঞ্চলীয় ছোট্ট গ্রামটির নাম ইয়াংচুন। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, ডাচ সংগ্রাহক অস্কার ভ্যান অভরিম চুরি হয়ে যাওয়া মূর্তিটি কিনেছেন।  ১৯৯৬ সালে হংকং থেকে তিনি এর মমিকৃত অবশিষ্টাংশ সংগ্রহ করেন।

বুধবার আমস্টারডাম ডিস্ট্রিক্ট কোর্টে মূর্তিটি নিয়ে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। আদালতে যুক্তিতর্ক শেষে গ্রামের মুখপাত্র লিন ওয়েন কিং বলেন, ‘আমরা এই মূর্তিটির সঙ্গেই বড় হয়েছি। দিনরাত তিনি এখানে ছিলেন। তিনি আমাদের আধ্যাত্মিক নেতা।’

তিনি বলেন, ‘আমাদের জন্য তাকে ফিরে পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
এই শুনানিতে অংশ নিতে চীন থেকে নেদারল্যান্ডসে আসা ছয় গ্রামবাসীর একজন এই লিন ওয়েন কিং। আদালতের কাছে গ্রামবাসীদের আবেদন, মনুষ্য আকৃতির বৌদ্ধ মূর্তিটি যেন তাদের মন্দিরে ফেরত দেওয়া হয়, যেখান থেকে ১৯৯৫ সালে এটি চুরি হয়েছিল। এর আগে শত শত বছর ধরে এর পূজা করে আসছিলেন তারা।

চুরি যাওয়ার দুই দশক পর ২০১৫ সালে গ্রামবাসী দাবি করেন, বুদাপেস্টের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের মমি ওয়ার্ল্ড এক্সিবিশনে প্রদর্শন করা ওই মূর্তিটি আসলে তাদের মন্দিরের বৌদ্ধ মূর্তি ঝাংগং প্যাট্রিয়াক।

স্ক্যান করলে মূর্তিটির ভেতরে একটি কঙ্কাল দৃশ্যমান হয়। এতে প্রতীয়মান হয় যে, চীনের ওই ভিক্ষু প্রায় হাজার বছর আগের সং রাজবংশের সময়কালের একজন সন্ন্যাসী ছিলেন। এক পর্যায়ে বুদাপেস্টের ওই প্রদর্শনী থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়।

এই মামলাটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেননা এই ইস্যুতে প্রথমবারের মতো আদালতে সফলতা পেতে পারে বেইজিং।

গ্রামবাসী বলছেন, তারা এ ব্যাপারে নিশ্চিত যে, ওই মূর্তিটিই তাদের হারিয়ে যাওয়া আইডল। তাদের আইনজীবী জ্যান হলথুইস বিচারককে বলেন, গ্রামবাসীদের সঙ্গে এই মূর্তির একটি খুবই বিশেষ বন্ধন রয়েছে।’

ডাচ সংগ্রাহক অস্কার ভ্যান অভরিম নিজের অবস্থানের পুনরাবৃত্তি করে আদালতকে জানান, মূর্তিটি তার ছিল না। ২০১৫ সালে  একজন চীনা সংগ্রাহকের কাছ থেকে বিনিময়ের মাধ্যমে তিনি এটি সংগ্রহ করেছেন।

ভ্যান অভরিম আদালতকে বলেন, আমি মূর্তিটি বিনিময় বা অদলবদল করেছি। আমি এটা শুনে খুশি হয়েছি যে, এটি চীনে ফিরে যাবে। তবে ঠিক কোন সংগ্রাহকের কাছ থেকে এটি তিনি সংগ্রহ করেছে সেটি তার মনে পড়ছে না।

তিনি বলেন, আমি একজন স্থপতি এবং একজন সৌখিন সংগ্রাহক। কিন্তু আমি কোনও ডিলার নই। মূর্তিটি কোথায় ছিল, সেটি আমার জানা নেই।

আগামী ১২ ডিসেম্বর এই মামলার রায় দেবেন আদালত। ইতোপূর্বে অবশ্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনা শিল্পকর্ম পুনরুদ্ধারের নজির রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলিতে বেইজিং কঠোরভাবে তার দেশের চুরি যাওয়া মূর্তি বিক্রির বিরোধিতা করে আসছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত