X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘এস ৪০০ সংগ্রহে পিছু হটবে না তুরস্ক’

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ০৮:৫৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৭:০৭

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহে পিছু হটবে না তুরস্ক। কেননা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউএস প্যাট্রিয়ট মিসাইল কিনতে না পেরেই রাশিয়ার কাছ থেকে এটি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। বুধবার ওয়াশিংটনে ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘এস ৪০০ সংগ্রহে পিছু হটবে না তুরস্ক’

মেভলুত কাভুসোগলু বলেন, ‘এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চুক্তি হয়ে গেছে। এ থেকে আমরা সরে আসবো না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সংক্রান্ত এক মন্তব্যের কথাও উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প বলেছিলেন, তার পূর্বসূরি বারাক ওবামা তুরস্কের কাছে ইউএস প্যাট্রিয়ট মিসাইল বিক্রি না করে ভুল করেছিলেন।

মেভলুত কাভুসোগলু বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার মানে এই নয় যে মস্কোর দিকে ঝুঁকে পড়ছে আঙ্কারা। রাশিয়া এবং অন্য মিত্রদের মধ্যে কোনও একটিকে বেছে নিচ্ছে না তুরস্ক। রাশিয়া বা পশ্চিমা দুনিয়ার পক্ষ থেকে তুরস্ককে যে কোনও একটিকে বেছে নিতে বলা উচিত নয়।

এর আগে এ বছরই এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ স্থগিতের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি তুরস্কের কাছে এফ-৩৫ সরবরাহ স্থগিতের বিষয়টি আঙ্কারাকে জানিয়ে দেওয়া হয়েছে। সরবরাহ স্থগিত হয়ে যাওয়ায় এর প্রশিক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতির পরবর্তী চালান বাতিল করে দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার তৈরি এস-৪০০ কেনা থেকে ন্যাটো মিত্র তুরস্ককে বিরত রাখতে তারা দেশটির কাছে মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে আগ্রহী। তবে দফায় দফায় যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও আঙ্কারা রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ থেকে সরে না আসায় এখন বিকল্প চিন্তা করছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা হচ্ছে, তুরস্ক একইসঙ্গে উন্নত প্রযুক্তির মার্কিন বিমান এবং রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারে না।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষামন্ত্রী কাটি হুইলবার্গার রয়টার্সকে বলেন, এস-৪০০ একটি কম্পিউটার। এফ-৩৫-ও একটি কম্পিউটার। আপনি নিশ্চয়ই আপনার কম্পিউটারকে প্রতিপক্ষের কম্পিউটারের সঙ্গে যুক্ত করবেন না। এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ