X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

অ্যামাজনের সুরক্ষায় ৪২ কোটি টাকা সহায়তার ঘোষণা ডি ক্যাপ্রিও’র

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ১৫:৩৫আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৫:৩৬

পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বনের সুরক্ষায় ৫০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪২ কোটি ৩২ লাখ টাকা। মঙ্গলবার টাইটানিক এই তারকা জানান. নিজের সংগঠন আর্থ অ্যালায়েন্সের মাধ্যমে এই সহায়তা প্রদান করবেন তিনি।

অ্যামাজনের সুরক্ষায় ৪২ কোটি টাকা সহায়তার ঘোষণা ডি ক্যাপ্রিও’র

১৫ আগস্ট থেকে জ্বলছে ‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে অ্যামাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় সরকারের শরণাপন্ন হয়েছে ছয়টি রাজ্য। বিভিন্ন স্থানে ভয়াবহ রকমের আগুনের কুণ্ডলী তৈরি হয়েছে। এসব রাজ্যের কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সহায়তা চাইছে। সেনা সহায়তা চাওয়া রাজ্যগুলো হচ্ছে পারা, রন্ডোনিয়া, রোরাইমা, টোকানটিন্স, একর এবং ম্যাটো গ্রোসো। এরমধ্যে রন্ডোনিয়া প্রদেশে ইতোমধ্যেই সামরিক বাহিনীর বিমান থেকে পানি ঢালার কাজ শুরু হয়েছে।

আর্থ অ্যালায়েন্স থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই টাকা দিয়ে ওই অঞ্চলের বাসিন্দাদেরও সহায়তা করা হবে। এই সংকট মোকাবিলায় ৫০ লাখ ডলার দিয়ে অ্যামাজন ফরেস্ট নামে জরুরি একটি তহবিল গঠন করেছে সংগঠনটি। এর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যামাজন বনের সুরক্ষা।

বিবৃতিতে বলা হয়,এই অর্থ সরাসরি স্থানীয় সহযোগী এবং যেই নৃ-গোষ্ঠী অ্যামাজন রক্ষা দিচ্ছে তাদেরকে দেওয়া হবে। একইসঙ্গে সেখানকার বৈচিত্রময় প্রাণীকূল ও পৃথিবীর সুরক্ষাতেই এই অর্থ বরাদ্দ করা হবে বলে জানানো হয়।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, ২০১৯ সালে এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার দফায় অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এ বনভূমি। তবে আগের যে কোনও সময়ের চেয়ে এবারের আগুন ভয়াবহ। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো অ্যামাজন থেকেও বেরুচ্ছে ধোয়ার কুণ্ডলী।

৪০০ বছর আগে এখানেই উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। এটিই ছিল অ্যামাজনে প্রথম কোনও পর্তুগিজ উপনিবেশ। আগুন শুধু উপকূলেই সীমাবদ্ধ নেই। দেশের সীমানা ছাড়িয়ে অ্যামাজনের বলিভিয়া অংশেও এখন কুণ্ডলী পাকাচ্ছে এ আগুন। এসব অগ্নিকাণ্ডের জন্য অ্যামাজনের ব্রাজিল অংশে পরিকল্পিতভাবে আগুন লাগানোকেই দায়ী করছেন পরিবেশবাদীরা।

/এমএইচ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস