behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

ওবামাকে চিঠি লিখে যে জবাব পেলেন কিউবান নারী

বিদেশ ডেস্ক১৫:৪৯, মার্চ ১৯, ২০১৬

কিউবান নারীকে লেখা ওবামার সেই চিঠিদীর্ঘ সময়ের বরফ শীতল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লিখে তার জবাব পেয়েছেন কিউবার এক নারী। ওই নারী তার বাড়িতে এসে এক কাপ কিউবান কফি খাওয়ার আমন্ত্রণ জানালে জবাবে ওবামা তাকে ধন্যবাদ জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
বিবিসি বলছে, দুই দেশের মধ্যে সরাসরি চিঠির যোগাযোগ স্থাপিত হওয়ার পর ওবামার পাঠানো এই চিঠি পেলেন কিউবান নারী। ইলিয়ানা ইয়ারযা নামের ৭৬ বছর বয়সী ওই নারী ফেব্রুয়ারি মাসে ওবামাকে হাভানায় তার বাড়িতে এককাপ কিউবান কফি পানের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালে এর উত্তর দেন ওবামা। ইয়ারযাকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ওবামার লেখা চিঠিটি বুধবার কিউবায় পাঠানো হয়। এটি ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কিউবায় পাঠানো চিঠিগুলোর একটি।  

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ