behind the news
IPDC  ad on bangla Tribune
Vision  ad on bangla Tribune

ইনস্টাগ্রামে যোগ দিলেন পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক২১:৩০, মার্চ ১৯, ২০১৬

পোপ ফ্রান্সিস ছবি শেয়ারিং সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন। শুক্রবার তিনি ‘ফ্রান্সিয়স’ নামে এ মাধ্যমে যোগ দেন।

ভ্যাটিকান রেডিওতে যোগাযোগ শাখার কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, পোপের এই মাধ্যমে যোগদানের ফলে  বিভিন্ন ছবি ও অন্যান্য বিষয় প্রকাশিত হবে।

এতে আরও বলা হয়, যারা পোপকে অনুসরণ করতে চান তাদের এটা একটা বিরাট সুযোগ।

পোপের দৈনন্দিন জীবনের বিভিন্ন ছবি এতে প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

গত মাসের ইনস্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন সিস্ট্রমের সঙ্গে সেলফি তোলেন পোপ। তখন পোপকে ছবি শেয়ারিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৪০০ মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছেন। আরেক মাইক্রো ব্লগিং সাইট টুইটারেও অ্যাকাউন্ট রয়েছে পোপের। ৯টি ভাষার এই টুইটে প্রায় ২৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে তার। সূত্র: ইনকোয়ারা ডট নেট।

/এএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ