X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে কান্নার ভিডিও ফেসবুকে পোস্ট করায় গ্রেফতার ভারতীয় চালক

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৭:৩৭আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৭:৪২

সৌদি আরবে কর্মরত ভারতীয় ট্রাকচালক আব্দুল সাত্তার মাকান্দার সৌদি আরবে ট্রাক চালক হিসেবে কাজ করছেন ভারতীয় নাগরিক আব্দুল সাত্তার মাকান্দার। সৌদি কোম্পানি আল সুরুর ইউনাইটেড গ্রুপে কাজ করছেন তিনি। কাজ শুরু করার পর থেকেই দুর্দশা তার সঙ্গী। যে মজুরি দেওয়ার কথা তা দিচ্ছে না কোম্পানি, এমনকি তাকে দেশেও ফিরতে দিচ্ছে না। উপায় না দেখে ১২ মার্চ একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টের ফেসবুক পেজ এ সাহায্যের আবেদন জানিয়ে একটি কান্নামিশ্রিত ভিডিও পোস্ট করেন। কান্নার ওই ভিডিও প্রকাশের পর তার দুর্ভোগ আরও বেড়েছে। সৌদি সরকার ভিডিওটি প্রকাশের অপরাধে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্দন শ্রিবাস্তব ভিডিওটি তার ফেসবুক পেজে শেয়ার করেছিলেন। ১৪ মার্চ মাকান্দারকে সৌদি পুলিশ গ্রেফতার করে। এরপর শ্রিবাস্তব ভিডিওটি ডিলেট করে ফেলেন। ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়ানোর আইনে মাকান্দারকে গ্রেফতার করা হয়।
দ্য হিন্দুকে শ্রিবাস্তব বলেন, যেদিন মাকান্দারকে গ্রেফতার করা হয় সেদিনই তার নিয়োগকর্তা ই-মেইলে ভিডিওটি মুছে ফেলার দাবি জানান। নিয়োগকর্তা আরেকটি নতুন ভিডিও পোস্ট করতে বলেন যাতে বলা হবে কোম্পানির আচরণ মাকান্দারের প্রতি অত্যন্ত ভাল এবং কোম্পানিই তাকে বাঁচিয়েছে। আমরা মাকান্দারের দাবিগুলো নিয়োগকর্তাকে জানিয়েছি। আশা করছি তাকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি ভারত ফিরতে পারবেন শিগগিরই।

শ্রিবাস্তব মাকান্দারের পরিবার, স্ত্রী ও চার সন্তানের সঙ্গে দেখা করেছেন। পরিবারের সদস্যরা মাকান্দারকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন।

ফেসবুকে শেয়ার করা ভিডিওতে নিজের দুর্দশা বর্ণনা করেন ৩৫ বছরের মাকান্দার। কথা বলার সময় চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। তার এ আকুল আবেদনটি ফেসবুক ব্যবহারকারীদের মনে দাগ কেটে যায়। শেয়ার হতে থাকে একের পর এক। ভিডিওতে মাকান্দার বলেন, ‘২৩ মাস ধরে সৌদি আরবে আছি আমি। ৫ মাস আগে দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন করি। কিন্তু নিয়োগ কর্তা আমাকে দেশে যেতে দিচ্ছেন না... নিয়োগকর্তা আমাকে উপযুক্ত মজুরিও দেন না। এমনকি খাবারের জন্যও কোন টাকা-পয়সা দেন না।’

ভিডিও:

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা