behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

ট্রাম্প ইবোলা ভাইরাস, ক্রুজ জিকা!

বিদেশ ডেস্ক১৮:৪১, মার্চ ২৮, ২০১৬

রিপাবলিকান রাজনীতি ভাইরাসে নিমজ্জিত হয়ে গেছে, মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কমেডিয়ান বিল মায়ের। শুক্রবার ‘রিয়েল টাইম উইথ বিল মায়ের’ অনুষ্ঠানে দুই রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী ট্রাম্প ও ক্রুজকে ভাইরাসের সঙ্গে তুলনা করেন মায়ের।
জনপ্রিয় এই কমেডিয়ান বলেন, আপাতত রিপাবলিকান দল ইবোলা ও জিকা ভাইরাসের মধ্যে আটকা পড়েছে।
ট্রাম্পকে ইবোলা ভাইরাসের সঙ্গে তুলনা করে মায়ের মন্তব্য করেন, ‘এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি মারা যাবে।’
অন্যদিকে ক্রুজকে জিকা ভাইরাসের সঙ্গে তুলনা করে মায়ের বলেন, ‘জিকা ভাইরাসে আক্রান্ত হলে এখনই ক্ষতিটা দেখা যাবে না। ক্ষয়ক্ষতি দেখা যাবে পরের প্রজন্মে।’
তারপরও দুজনের মধ্যে অপেক্ষাকৃত ভালো প্রার্থী হিসেবে ক্রুজের প্রতিই সমর্থনের কথা জানান মায়ের। সূত্র: হাফিংটন পোস্ট

/বিএ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ