X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চার দফা দাবিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসদের অবস্থান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৬:৪০আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৯:৪৩

ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। রবিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন।

কর্মবিরতি পালনরত ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা বলেন, আমাদের দুই ঈদের বকেয়াসহ সবকিছু শিগগিরই পরিশোধ করতে হবে। যাদের বেতন হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা চালু করতে হবে পুনরায়। চিকিৎসকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তিনি আমাদের দাবির বিষয়টি নিয়ে মিটিং করবেন এবং আমাদের আজ আপডেট জানাবেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরবো না। আমাদের ন্যায্য দাবি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেনে নিতেই হবে।

তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে একজন ইন্টার্ন চিকিৎসকের পক্ষে ১৫ হাজার টাকা দিয়ে চলা সম্ভব নয়। তাই ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা করতে হবে। পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বকেয়া বেতন ছয় মাসে পরিশোধের কথা ছিল, কিন্তু ৯ মাসেও তা দেওয়া হয়নি। অনতিবিলম্বে ভাতা দিতে হবে। ট্রেইনি চিকিৎসকদের বেতন ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা করতে হবে।

আন্দলনরত চিকিৎসকরা বলেন, ইতোমধ্যে বাংলাদেশে যত মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, তারা সবাই আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। আমাদের এই দাবির স্বপক্ষে মানববন্ধন করেছে প্রতিটি মেডিক্যাল কলেজ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলমান রাখবো। সারা দেশের সব মেডিক্যাল কলেজে এই কর্মবিরতি চলবে।

তাদের দাবিগুলো হলো–

পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজারে উন্নত এবং নিয়মিত করতে হবে; এফসিপিএস, রেসিডেন্ট, নন রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে; বিএসএমএমইউর অধীনে ১২টি প্রাইভেট ইনস্টিটিউটের রেসিডেন্ট, নন রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। 

এ সময় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২৩ মার্চ) চার দফা দাবি নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

আরও পড়ুন...

ইন্টার্ন চিকিৎসকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
দুই চিকিৎসকের ওপর হামলা, চট্টগ্রামে ২৪ ঘণ্টা সেবা দেবেন না চিকিৎসকরা
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড