X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জার্মানির পরিবর্তে ভুলে স্কটল্যান্ডে চলে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট

জার্নি ডেস্ক
২৬ মার্চ ২০১৯, ১৫:০০আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৫:০৯

ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট জার্মানির ডুসেলডর্ফের পরিবর্তে চলে গেলো স্কটল্যান্ডের এডিনবরায়! সোমবার (২৫ মার্চ) সকালে স্কটিশ রাজধানীতে নেমে বিমানটির সব যাত্রী হতবাক। লন্ডন সিটি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন তারা।

এত বড় ভুল হলো কীভাবে? আদতে গোড়াতেই ছিল গলদ। ফ্লাইট পরিকল্পনাই করা হয়েছিল ভুল। এ কারণে পাইলট ও কেবিন ক্রুরা ধরে নিয়েছিলেন, ফ্লাইটটি এডিনবরার দিকে নিতে হবে। অবশ্য সেখানে অবতরণের পরপরই তারা ডুসেলডর্ফের উদ্দেশে রওনা দেন।

ব্রিটিশ এয়ারওয়েজের সহায়ক বিমান সংস্থা বিএ সিটি ফ্লাইয়ারের পক্ষে ফ্লাইটটি পরিচালনা করেছে জার্মান লিজিং কোম্পানি ডব্লিউডিএল এভিয়েশন। তাদের কার্যালয়েই ভুল ফ্লাইটের পরিকল্পনা লিপিবদ্ধ হয়।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের শিক্ষার্থী পিওটা পমিয়েনস্কি সিএনএনকে জানান, তার প্রেমিকা সোফিয়া সাবো ওই ফ্লাইটে ডুসেলডর্ফ যাচ্ছিলেন। কিন্তু ভুল করে পাইলট অবতরণ করেন এডিনবরায়। পমিয়েনস্কি বলেন, ‘ফ্লাইট রাডারে দেখেছি, দক্ষিণ দিকের পরিবর্তে ফ্লাইটটি উত্তর দিকে যাচ্ছে। ধারণা করেছি সিস্টেমে ভুলের কারণে এটা হতে পারে। কিন্তু সাবো আমাকে জানায়, তারা এডিনবরায় চলে গেছে!’

ডব্লিউডিএল এভিয়েশনের বিমান সোফিয়া সাবো সিএনএনকে জানান, উড়োজাহাজের জানালায় তাকিয়ে পাহাড়-পর্বত দেখে বুঝে ফেলি কোথাও গণ্ডগোল হয়েছে। কারণ ডুসেলডর্ফের দিকে যেতে জার্মান ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ দেখা যায়। তিনি বলেন, ‘অবতরণের সময় সারি সারি পাহাড়-পর্বত দেখেই মনে হয়েছে, ইস্টার্ন নেদারল্যান্ডস কিংবা ওয়েস্টার্ন জার্মানি এমন নয়। পরে ভেবেছি, পাইলট বোধহয় আঁকাবাঁকা পথে যাচ্ছেন। এরপর পাশে বসা আমার সহকর্মী গুগল ম্যাপ দেখতে বলেন। তাতে বুঝলাম ইংল্যান্ডের কারলাইল শহরের আশপাশে আছি। মুহূর্তেই এই তথ্য গোটা বিমানে ছড়িয়ে পড়লো। এতে করে যাত্রীদের মধ্যে বলাবলি হচ্ছিল তারা কোথায় যাচ্ছেন। কারণ তাদের সবার গন্তব্য ডুসেলডর্ফ।’

ডুসেলডর্ফ এডিনবরায় উড়োজাহাজ অবতরণের পর ফ্লাইট অ্যাটেনড্যান্টের মুখে শোনা যায়, ‘ডুসেলডর্ফের যাত্রীরা সবাই হাত তুলুন।’ সোফিয়া সাবো জানান, সব যাত্রীই তখন হাত তুললে অবাক হন বিমানবালারা। এরপর যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন পাইলট। তিনি জানান, জ্বালানি নেওয়ার পরপরই জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশে রওনা দেবেন।

সোফিয়া সাবোর কথায়, ‘বেশিরভাগ যাত্রীই এমন পরিস্থিতিতে মজা পেয়েছেন। ভুল করে অন্য শহরে চলে আসার খবর ফোন করে অনেকে কাছের মানুষদের জানান।’

সান ট্রান নামের আরেক যাত্রী সিএনএনকে বলেন, ‘বেশিরভাগ যাত্রী ফ্লাইটে ঘুমাচ্ছিলেন নয়তো কাজে ব্যস্ত ছিলেন। তাই কেউই বিমানটির ভুল পথে যাওয়ার দিকে খেয়াল রাখেনি। স্কটল্যান্ডে অবতরণের পর কেবিন ক্রু ডুসেলডর্ফে কারা যাবেন জানতে চাইলে আমাদের টনক নড়ে।

এডিনবরা ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানান, ভুল ফ্লাইট কেনো দেওয়া হলো তা খতিয়ে দেখতে ডব্লিউডিএল এভিয়েশনের সঙ্গে কাজ করছেন তারা। তিনি বলেন, পরিকল্পিত যাত্রা বাধাগ্রস্ত হওয়ায় যাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। তাদের সবার সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করবো।’

ডব্লিউডিএল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, ‘দুর্ভাগ্যজনকভাবে ফ্লাইট শিডিউলে এমন ভুল কীভাবে হলো তা তদন্ত করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কোনও আপস করিনি আমরা। এডিনবরা থেকে বিএ৩২৭১ ফ্লাইটে সব যাত্রীকে নিরাপদে ডুসেলডর্ফে পৌঁছানো হয়েছে।’

সূত্র: ডেইলি মেইল, সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!