X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেকৃবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

শেকৃবি প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ১৭:১৩আপডেট : ০৩ জুন ২০১৭, ১৭:১৮

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, এগ্রোনমি, এগ্রিকালচারাল বোটানি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার, প্ল্যান্ট প্যাথলজি, সয়েল সায়েন্স, এন্টোমোলজি, এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগে পিএইচডি কোর্সের জন্য আবেদন করা যাবে।

আবেদনকারীকে ভর্তি ফর্ম সংগ্রহ করে আগামী ৬ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং থিসিসসহ কৃষি বিজ্ঞানে এমএস/ এমফিল/ এমএসসি ডিগ্রি অথবা অন্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রিধারী (সংশ্লিষ্ট কমিটি কর্তৃক অনুমোদিত) হতে হবে। আর স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি (কমপক্ষে ৫০ শতাংশ নম্বর) অথবা সিজিপিএ ৪ এর মধ্যে ৩ থাকতে হবে। তবে  শিক্ষকতা/গবেষণা/সম্প্রসারণে ২ বছর চাকরির অভিজ্ঞতা ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২টি বৈজ্ঞানিক প্রকাশনা থাকলে অথবা প্রথম শ্রেণিপ্রাপ্ত/সমমানের ডিগ্রিসহ এমএস পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৯ থাকা প্রার্থীরা সরাসরি পিএইচডি কোর্সে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে।

এছাড়া আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপিসহ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে প্রশংসাপত্র ও ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযোজন করতে হবে। চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকারীর কাছ থেকে অনুমতিপত্র সংযোজন করতে হবে।

তবে চাকরিরত বৃত্তিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে ভর্তির যোগ্যতা শিথিলযোগ্য। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত বৃত্তিপ্রাপ্ত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে বৃত্তিপ্রাপ্তির নিশ্চয়তাপত্র দিতে হবে। প্রার্থীদের জন্য বেঞ্চ ফি হিসাবে ৩০ হাজার টাকা ভর্তির সময় বিশ্ববিদ্যালয় ক্যাশ শাখায় জমা দিতে হবে।

নির্বাচিত প্রার্থীদের আগামী ১৯ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়েরর ওয়েবসাইট www.sau.edu.bd থেকে পাওয়া যাবে।

/এমডিপি/

 

সম্পর্কিত
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’
ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ
সর্বশেষ খবর
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!