X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গামকা সরাতে ১৫ দিন সময় দিলেন মেয়র আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫১

মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের মেডিক্যাল চেকআপ সেন্টার ‘গামকা’ গুলশান আবাসিক এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিতে ১৫ দিন সময় বেঁধে দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। রবিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে মেয়র এ নির্দেশ দেন।

মেয়র আনিসুল হক গামকা সরে যাওয়ার সময় বেঁধে দিচ্ছেন জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর ৯৪ নম্বর সড়কে জিসিসি অ্যাপ্রুভড মেডিক্যাল সেন্টারস অ্যাসোসিয়েশন (গামকা) নামের এই প্রতিষ্ঠানটি প্রায় ১২ বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সেবা নিতে এখানে আসেন। এতে সৃষ্ট হয় ৬-৭ হাজার মানুষের দীর্ঘ লাইন। প্রায় দিনই প্রধান সড়ক পর্যন্ত চলে আসে লাইনটি। এর ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ভীষণভাবে ব্যাহত হয়। এ ব্যাপারে ইতোপূর্বে নালিশ করা হয় সিটি করপোরেশনে। কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি।
অবশেষে মেয়র আনিসুল হক রবিবার সরেজমিন ৯৪ সড়ক পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেলে গামকাকে অন্যত্র সরে নেওয়ার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত কয়েক হাজার বিদেশ গমনেচ্ছু নারী-পুরুষ মেয়রের কাছে গামকা সম্পর্কে অভিযোগ জানান। এক পর্যায়ে মেয়র প্রতিষ্ঠানটির ভেতর গিয়ে খোঁজ নেন। তিনি প্রতিষ্ঠানটিকে নতুন জায়গায় স্থানান্তরের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়ে বলেন, সাত দিন পর আমি আবার পরিদর্শনে আসব।
এর আগে মেয়র কাকলী থেকে বনানী ১১ ও ১৮ নম্বর সড়ক হয়ে গুলশান ৫০ নম্বর সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি ফুটপাথে বিদ্যমান সিকিউরিটি পোস্ট ও সিকিউরিটি ব্লক অপসারণ এবং ইলেকট্রিক পোলগুলো সুবিধাজনক স্থানে স্থানান্তরের নির্দেশ দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনওয়ারুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা এবং গুলশান সোসাইটির মহাসচিব মেয়রের সাথে উপস্থিত ছিলেন।

/ওএফ/এইচকে/

পড়ুন: কল-কারখানায় পুরনো যন্ত্রপাতি আমদানিতে নিষেধাজ্ঞা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ