X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে বাড়ি ফিরতে চাই: বাজানদার

জাকিয়া আহমেদ
০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৪১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৪

আবুল বাজানদার ‘ডাক্তাররা বলছেন, আগামী এক মাসের মধ্যে সুস্থ হয়ে যাব। হাসপাতাল থেকে ছেড়ে দেবে। কিন্তু আমি বাড়ি যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করতে চাই। তার দোয়া নিয়ে বাড়ি যেতে চাই। উনি যদি আমার পাশে না থাকতেন তাহলে আমার এই নতুন জীবন সম্ভব হতো না।’ কথাগুলো বলেই একটু থামেন বৃক্ষমানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদার। কিছুক্ষণ পরই আবার বলেন, ‘শুনেছি, প্রধানমন্ত্রী সবসময় আমার খোঁজ-খবর নেন। তিনি শুরু থেকেই আমার পাশে আছেন। হাসপাতালে আমাকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন। তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়েই বাড়ি ফিরতে চাই।’
আজ শনিবার (৩ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন বৃক্ষমানব আবুল বাজানদারের কেবিনে গিয়ে দেখা যায়, তার ডান হাতের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। সেই খোলা হাত দিয়ে মেয়ে তাহিরার সঙ্গে বল খেলছেন তিনি। কাছে গিয়ে বসতেই বলেন, ‘স্বপ্নেও ভাবিনি মেয়ের সঙ্গে খেলব আবার। কিন্তু আজ সত্যি সত্যি খেলতে পারছি মেয়ের সঙ্গে।’ চিরুনির মতো করে হাত চুলের মধ্যে বুলাতে বুলাতে বলেন, ‘নিজের হাতে চুলও আঁচড়াতে পারছি।’
মেয়ের সঙ্গে খেলছেন বাজানদার বিরল রোগ ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত হয়ে এ বছরের ৩০ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আবুল বাজানদার। গোটা বিশ্বে এ রোগে আক্রান্ত তৃতীয় রোগী তিনি। বৃক্ষমানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার। বাজানদারের দুই হাতে এখন পর্যন্ত ১১ বার আর দুই পায়ে দুই বার অপারেশন করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে ডান হাত। তার চিকিৎসা শেষের দিকে।
হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানাই বাজানদারকে। এরপর কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছা আছে চাইলের (চাউল) ব্যবসা করার। কিন্তু আমার তো টাকা-পয়সা নেই। সবার সহযোগিতায় এ পর্যন্ত এসেছি। এভাবেই যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এই ব্যবসা করে বাবা-মা, ছোট বোন আর স্ত্রী-মেয়েকে নিয়ে কিছু করে খেতে পারব।’ কিছুটা অন্যমনস্ক হয়ে বাজানদার বলেন, ‘এতদিন আমি কিছু করতে পারতাম না। বাবা অন্যের ক্ষেতে কাজ করে আমাদেরকে টেনেছে। কিন্তু গত দেড় মাস আগে তার স্ট্রোক হয়। তিনি নিজেই এখন অসুস্থ। তাহলে আমাদের পরিবারের কী হবে? এতগুলো মানুষ কী খেয়ে বাঁচবে সেই চিন্তাই করছি এখন।’
চাউলের ব্যবসা করার চিন্তা কেন করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলায় বাবাকে দেখেছি এই ব্যবসা করতে। আমার বয়স তখন ১২/১৩ বছর। তখন বাবাকে ব্যবসায় সাহায্যও করেছি। সেই অভিজ্ঞতা কিছুটা হলেও রয়েছে। আর আমি তো কষ্টের কোনও কাজ করতে পারব না। বসে বসে যদি এই কাজটা করতে পারি তাহলে সবাইকে নিয়ে বাঁচতে পারব। আর মেয়েটাকেও মানুষ করতে চাই। লেখাপড়া শিখিয়ে চিকিৎসক বানাতে চাই। দরিদ্র মানুষকে যেন সে চিকিৎসা দিয়ে সারিয়ে তুলতে পারে সে স্বপ্ন দেখছি এখন।’
স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে যান বাজানদার আবুল বাজানদার জানান,এতদিন তাদের নিজের কোনও বাড়ি ছিল না। খুলনার পাইকগাছার রামনাথপুরের আদি বাড়ি দখল হয়ে গেছে অনেক আগেই। বর্তমানে পাইকগাছার ৫ নং ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান মুক্তোর বাড়িতে ঘর তুলে থাকছেন তারা। তাদের কোনও বাড়ি নেই জেনে অধ্যাপক এম কবীর চৌধুরী তাকে সাড়ে তিনকাঠা জমি কিনে দিয়েছেন বলে জানিয়ে বাজানদার বলেন, ‘আমার আরেকটি ইচ্ছা একটা বিল্ডিং ঘর করার। এখন জানি না, কীভাবে কী হবে। তবে বাড়ি যেতে পারব এটা আমার জন্য অনেক খুশির খবর।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বাজানদারের দেখা করতে চাওয়ার ইচ্ছায় সায় দিলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেনও। তিনিও বলেন, ‘প্রধানমন্ত্রী সম্মতি দিলে আমার ইচ্ছা আছে তার কাছে বাজানদারকে নিয়ে যাওয়ার। প্রথম থেকেই প্রধানমন্ত্রী বাজানদারের বিষয়ে সবসময় খোঁজ নিয়েছেন। তার চিকিৎসার বিষয়ে সব কিছু জানেন তিনি।’
বাজানদারকে কবে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন,‘তার ডান হাত খুলে দেওয়া হয়েছে। শুধু দুই পায়ে ছোট ছোট কয়েকটি অপারেশন বাকি আছে। আশা করছি আগামী এক মাসের মধ্যে তাকে ছেড়ে দেওয়া যাবে।’ ডা. সামন্তলালের মতে, বাজানদারের সুস্থ হয়ে ওঠা আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নতির প্রমাণ।

 

আরও পড়ুন-

এত খুশির ঈদ এই প্রথম: বৃক্ষমানব আবুল বাজানদার
মেয়েকে কোলে নিয়ে কাঁদলেন ‘বৃক্ষমানব’

/টিআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী