X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৬৫ বছরেও অর্জিত হয়নি রাষ্ট্রভাষার অধিকার!

উদিসা ইসলাম
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২২

৬৫ বছরেও অর্জিত হয়নি রাষ্ট্রভাষার অধিকার! ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে রক্ত ঝরলেও গত ৬৫  বছরেও অর্জিত হয়নি রাষ্ট্রভাষার অধিকার। ভাষা বিজ্ঞানী ও ভাষা সৈনিকরা বলছেন, আমরা রাষ্ট্রভাষার অধিকার পাইনি। তাদের বিবেচনায় প্রশাসন থেকে প্রাত্যহিক জীবনে কোথাও বাংলার গুরুত্ব নেই।

কোনও বিদেশি অতিথি না থাকলেও মধ্যবিত্তের বিয়ের দাওয়াতপত্রে ইংরেজি লেখার কারণ কী, এ প্রশ্ন তুলে তারা বলছেন, বাংলাকে নিয়ে হীনমন্যতায় ভুগলে আপনি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির লড়াইটা লড়বেন কী করে। তারা শঙ্কা প্রকাশ করে বলেন, শিক্ষাক্রমের ধরনের কারণে বাংলা প্রায় ‘দ্বিতীয় ভাষা’র মতো বিবেচনায় নেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
আজ থেকে ৬৭ বছর আগে এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে দেশে উদযাপিত হয়ে আসছে অমর একুশে। এমনকি একুশ দিনটি এখন শুধু আমাদের একার নয়। বিগত ২০০০ সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু যে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়েছিল, সেই ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এর আন্দোলনে কি আদৌ বাংলাদেশ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিথুন ব্যানার্জী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। কিন্তু বাংলা ভাষার জন্য রাষ্ট্র পাইনি।’ এসব নিয়ে কথা বলতে গেলে নিজের ওপর দায় বর্তাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কত কঠিন অ্যাপ ব্যবহার করছি স্মার্টফোনে। কিন্তু সামান্য বাংলায় এসএমএসটা লিখতে গিয়ে হিমশিম খাচ্ছি। ভুলে গেলে চলবে না কোনও সমাজের ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধ একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। যেকোনও একটি এদিক সেদিক হলে পুরোটা নিয়েই ডুবতে হয়।’



৬৫ বছরেও অর্জিত হয়নি রাষ্ট্রভাষার অধিকার! বর্তমানে ১৮৮টি দেশ একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করছে। বাংলাদেশ বিশ্ব অঙ্গনে পরিচিতি পেয়েছে ঠিকই, কিন্তু বারবারই প্রশ্ন উঠছে যে লক্ষ্য নিয়ে ভাষা শহীদরা জীবন দিয়েছিলেন, তাদের আত্মত্যাগকে আমরা কি যথাযথ মর্যাদা দিতে পেরেছি? আজও আইনি আদেশ বা রায়ের ক্ষেত্রে, চিকিৎসা সেবায়, বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণে, মুঠোফোনে, কথোপকথনে ইংরেজি ব্যবহারের আধিক্য দেখা যায়।

উচ্চ আদালতের নির্দেশের প্রায় তিন বছর পরও সাইনবোর্ড ও বিলবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করা যায়নি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এখনও ইংরেজি শব্দে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেখা যায় হরদম। ২০১৪ সালে হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে সরকারি, বেসরকারি, গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন এবং মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বললেও সংশ্লিষ্টরাই অনেকে জানেন না।

সরকারি অধিদফতরগুলোতে বাংলা চালু হলেও সেটি শতভাগ নিশ্চিত করা যায়নি।এমনকি আদালতের কার্যক্রমে ও রায় লেখার ক্ষেত্রে বাংলা  নিশ্চিত করা যায়নি। এবিষয়ে প্রধান বিচারপতি এস কে সিনহা মঙ্গলবার শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বলেন, ‘সরকারি অধিদফতরগুলোতে বাংলা ভাষা চালু হলেও আদালতে সেটা বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয়নি। এজন্য আমরা খুবই দুঃখিত।’
ভাষা সৈনিক আহমেদ রফিক মনে করেন, আমরা এখনও বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাইনি। তিনি বলেন, ‘বাংলা আজও রাষ্ট্রভাষা হয় নাই, এর কারণ হীনমন্যতা। ইংরেজি না বলতে পারলে আমরা নিজেদের শিক্ষিত মনে করি না। ইংরেজি, আরবি এবং বাংলা এই তিন ভাষার শিক্ষা ব্যবস্থা জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি করেছে। তার ওপর আছে ইংরেজির সঙ্গে ইংরেজি ভার্সন, যেটা কিনা বাংলা ভাষাকে আরও এক পাশে সরিয়ে দিয়েছে।’
এদিকে এখনও আদালতের কাজে বাংলার ব্যবহার নিশ্চিত না হওয়া বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বীকার করতেই হবে, আগের চেয়ে অনেক অগ্রগতি হয়েছে। ধীরে ধীরে আরও হবে।’ কীভাবে নিশ্চিত হবে প্রশ্নে তিনি বলেন, ‘সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন হতে হবে এবং দেশপ্রেম থাকতে হবে।’

/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন:
ফেসবুকজুড়ে একুশের গান, একুশই প্রাণ

ভাষা আন্দোলনের সাক্ষী সেই আম গাছটির শেষ রক্ষা হয়নি

একুশে ফেব্রুয়ারি ভুলে গেছে পুলিশ!

বিজ্ঞাপনে বদলে গেছে একুশ!

ব্রিটেনে যতো শহীদ মিনার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!