X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আত্মঘাতী হওয়ায় গঙ্গা ব্যারেজ প্রকল্প ফেরত পাঠিয়েছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ১৯:০৮আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৯:২৮

গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী, ছবি- ফোকাস বাংলা রাজবাড়ীর পাংশায় গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তুত করা নকশা বাস্তবায়ন ‘আত্মঘাতী’ হবে বিবেচনা করে, তা ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোনও জায়গায় ব্যারেজ বানিয়ে ‘পানি চাই’ ‘পানি চাই’ বলে চিৎকার করতে চান না জানিয়ে তিনি বলেছেন, ‘আমাদের পানিসম্পদ মন্ত্রণালয় যে নকশা তৈরি করেছে, তা পুরোপুরি ভুল। ওটা বাস্তবায়ন করা ঠিক হবে না। এটা আত্মঘাতী হবে। তিস্তা ব্যারেজের মতোই আত্মঘাতী হবে।’

ভারত সফর নিয়ে মঙ্গলবার বিকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। 

পানিসম্পদ মন্ত্রণালয়ের যারা পাংশায় ওই ব্যারেজের নকশা করেছেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন,‘আমাদের একটা প্রকল্প হলে সবার মধ্যে কেমন যেন একটা অন্যরকম আগ্রহ, যেন একটা কিছু শুরু করে দিলেই কমিশন, টাকা...। প্রকল্প নিলেই টাকা আসবে এবং সেখানে লাভের আশা থাকবে। এটাই অনেকের চিন্তা থাকে।’ ওই নকশা ঠিক মনে না হওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা হয়েছে। তারাও জায়গা খুঁজুক। যদি রিজার্ভার করা যায়, যাতে দুদেশ শুষ্ক মৌসুমে তা ব্যবহার করতে পারে।’

উল্লেখ্য, পদ্মায় বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করে তা কৃষিসহ বিভিন্ন খাতে ব্যবহারের লক্ষ্যে ১৯৬২-৬৩ সালে প্রথমবারের মতো গঙ্গা ব্যারেজ নির্মাণের বিষয়ে জরিপ হয়।পরবর্তীতে বিষয়টি আর এগোয়নি। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে গঙ্গার পানিবণ্টনে ভারতের সঙ্গে চুক্তির পর ব্যারেজ নির্মাণের আলোচনা আবারও জোর পায়।ওই ব্যারেজের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ২০০৫ সালে শুরু হওয়া কাজ ২০১৩ সালে শেষ হয়।

/পিএইচসি/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: 
সফরের পুরোটাই তৃপ্তির: প্রধানমন্ত্রী



সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...