X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সফরের পুরোটাই তৃপ্তির: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ১৭:০৩আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২০:১৯

গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী, ছবি- ফোকাস বাংলা
ভারত সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই সফরের পুরোটাই তৃপ্তির।’ মঙ্গলবার (১১ এপ্রিল)  গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল জানতে চেয়েছেন, ভারতের সঙ্গে চুক্তিগুলো সংসদে তোলা হবে কিনা এবং এই সফরে তৃপ্তি বা হতাশার জায়গা কোনটা? উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘সফরটা সম্পূর্ণই তৃপ্তির। ভারতের তুলনায় ভৌগলিক সীমারেখায় আমরা ছোট, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মানের দিক থেকে আমরা সমান, ভারত সেই মর্যাদা দিয়েছে। এ সম্মান বাংলাদেশের জনগণের।’

এর আগে সাংবাদিক নাঈমুল ইসলাম খানের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘ভারতীয় প্রটোকল অনুযায়ী আমার সফর শুরু হওয়ার কথা ৮ এপ্রিল থেকে। আমি একদিন আগে গিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এয়াপোর্টে আসবেন জানতাম না। বিমান অবতরণের পর তা জানতে পেরেছি। এটা দেখে আমি একটু অবাক হই। এটা আমার না, বাংলাদেশের জনগণের সম্মান।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি দৃঢ়চেতা হয়ে সব কাজে সিদ্ধান্ত নিই। এ সফরে হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি। এ দেশের মানুষের ভাগ্য উন্নত করতে ভারতের সঙ্গে আঞ্চলিক দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তুলতে চেয়েছি।’

চুক্তি বা সমঝোতা স্মারকগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। এতে লুকানোর কিছু নেই। আমি ব্যক্তিস্বার্থ নিয়ে রাজনীতি করি না। আমার কাছে দেশের মর্যাদা অনেক বড়। ২১ বছর পর দেশসেবার যে সুযোগ পেয়েছি, তার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে চলেছি। পৃথিবীর যেখানেই যাবেন মর্যাদার আসনে বাংলাদেশকে দেখতে পাবেন। বিজয়ী জাতি হিসেবে আমরা কেন মাথা উঁচু করে চলবো না? কেন আমাদের হাত পেতে চলতে হবে? মাঝে যারা ক্ষমতায় এসেছে তাদের মানসিকতা ভিন্ন। তারা বাংলাদেশের মর্যাদার দিকে তাকায়নি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা দেশ বিক্রি করে না, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর মেয়ে। যারা উড়ে এসে জুড়ে বসে তারাই দেশ বিক্রির চেষ্টা করে, আমরা তা করি না। জীবনের মায়া করিনি। দেশের জন্য কাজ করে চলেছি। আওয়ামী লীগের জন্ম বন্দুকের নল দিয়ে হয়নি, বাঙালির অধিকার আদায়ের মধ্য দিয়ে এই দলের জন্ম। আর বিএনপির জন্ম বন্দুকের নল দিয়ে ক্ষমতায় উত্তরণ, অতঃপর রাজনীতিতে অবতরণ।’

এর আগে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুপ্রতীম ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ তাৎপর্যময়।’ এছাড়া ভারতে বিভিন্ন বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনার বিষয়াদি উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে তিনি জানান, এ সফরে ভারতের সঙ্গে ৩৫টি দলিল, ২৪টি সমঝোতা স্মারক ও ১১টি চুক্তি সম্পাদিত হয়েছে।

উল্লেখ্য, ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আর ৮ এপ্রিল দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ দ্বিপাক্ষিক বৈঠকে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

 /পিএইচপি/ইউআই/ জেএইচ/এপিএইচ/

আরও পড়ুন: 

ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ তাৎপর্যময়: প্রধানমন্ত্রী

পানি আসবেই, কেউ আটকে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...