X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

থামেনি রানা প্লাজায় কান্না

এস এম নূরুজ্জামান, সাভার থেকে
২৪ এপ্রিল ২০১৭, ১১:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১১:১৭


স্বজন হারানোর এই আহাজারি থামার নয় একদিকে চলছে মিছিল-শ্লোগান। আর অন্যদিকে ভেসে আসে কান্নার শব্দ। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা তাদের প্রিয়জনের ছবি বুকে নিয়ে কান্না করছিলেন।

কাসেম আলী ও তার স্ত্রী সালমা বেগম তাদের ছেলে আফজালের ছবি বুকে নিয়ে রানা প্লাজার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। তাদের  দুই ছেলে ও এক ছেলের বউ মারা গেছেন এই দুর্ঘটনায়। ছেলে উজ্জ্বল ও তার স্ত্রী খাদিজার লাশ পেয়েছেন। কিন্তু আফজালের লাশ এখনও পাননি।

সালমা বেগম তার ছেলের খোঁজে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে জানালা ভেঙে আসতে পারতো। কিন্তু সে বের হতে পারেনি।’ সালমার ধারণা, তার ছেলের লাশ এখনও রানা প্লাজার মাটিতেই আছে।

রানা প্লাজা দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন
রানা প্লাজার পাশের ভবনগুলো দেখিয়ে তিনি বলছিলেন, ‘ওই ভবনগুলো তো ভাঙলো না। এই ভবন কেন ভাঙল? ’ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার সুরে তিনি বলতে থাকেন, ‘ছেলেটাকে দুনিয়াতে তো সুখী হতে দিলা না, পরকালে তাকে যেন সুখী করো।’

জামালপুর থেকে এসেছেন খোরশেদা বেগম। তার ছেলে ছেলে আল-আমিন (শান্ত) দুর্ঘটনার প্রথম দিনই উদ্ধার হয়েছিলেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর মারা যান। ছেলের লাশ বাড়িতে পৌঁছালেও কিন্তু তিনি তার ছেলের কর্মস্থল দেখার জন্য রানা প্লাজার সামনে এসেছেন। বললেন, ‘ছেলের লাশ দাফনের পর থেকে বাড়িতে থাকতে মন চায় না।’  তাই ছুটে এসেছেন এখানে।  ছেলের জন্য কাঁদছেন আর দোয়া করছেন।


রানা প্লাজা দুঘর্টনায় নিহত স্বজনের প্রতি শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন এই নারাী রাজশাহীর চাপাইনবাবগঞ্জ থেকে এসেছেন তাহমিনা বেগম। তিনি ছিলেন রানা প্লাজার আটতলার নিউ ওয়েভ স্টাইল লিমিটেড কারখানার শ্রমিক। তিনি বলেন, ‘আমি তো বেঁচে আছি। কিন্তু আমার সহকর্মী সবাই মারা গেছেন। ’

সকাল থেকে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের মধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাপ), গার্মেন্টস-শ্রমিক ফেডারেশন, ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার, গণস্বাস্থ্য কেন্দ্র, ল্যাম্প পোস্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, অশি ফাউন্ডেশন, শ্রমিক নিরাপত্তা সুরক্ষা ফোরাম, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ তৃণমূল শ্রমিক কর্মচারী ফেডারেশন, গার্মেন্ট অ্যান্ড শিল্প-শ্রমিক ফেডারেশন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। 

রানা প্লাজার বেদীতে কান্নায় ভেঙে পড়া এক স্বজন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন কান্তি দাস বলেন, ‘রানা প্লাজার এই জমি অবিলম্বে অধিগ্রহণ করে নিহত-আহত শ্রমিকদের পরিবারের কাছে বরাদ্দ করতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। আহত ও নিহত পরিবারের মধ্যে যেসব শিশু আছে তাদের লেখাপড়া নিশ্চিত করতে হবে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘মালিক শ্রেণির লোকজন এখনও এই জমি দখলে রেখেছে। তাদের আধিপত্যের কারণেই এই জমি অধিগ্রহণ সম্ভব হচ্ছে না। চূড়ান্তভাবে যাদের সবকিছু হারিয়েছে তাদের পুনর্বাসন করতে হবে এই জমিতে।’

গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সভাপতি শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, ‘রানা প্লাজার দুর্ঘটনার জন্য দায়ী সোহেল রানাসহ ওই ভবনের সকল কারখানার মালিকের শাস্তি দাবি করছি।’ তিনি আরও বলেন, ‘শ্রমিকরা এখনও ক্ষতিপূরণ পাননি। রানা প্লাজার পাঁচটা কারখানার মালিকদের পক্ষ থেকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। খুনি মালিকদের বিচার হয় নাই।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি, এখানে কোনও সুস্থ পরিবেশ নাই। এতদিনেও শহীদ মিনার তৈরি হয় নাই। রানা প্লাজা নিয়ে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। অবিলম্বে রানা প্লাজার জমি অধিগ্রহণ করে শ্রমিকদের পুনর্বাসন করা হোক।’

রানা প্লাজায় শ্রদ্ধা জানাতে আসা আহত শ্রমিক নিলুফা নিলুফা বেগম নামের এক পঙ্গু শ্রমিক বলেন, ‘রানা সন্ত্রাসী ছিল। তার কোনও বিচার হয় নাই। আমাদের ভিক্ষা দেওয়া হয়েছে। কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। ’

ছবি- নাসিরুল ইসলাম

/এমএ/এপিএইচ/

আরও পড়ুন:

রানা প্লাজা ধসের ৪ বছর: আজও শঙ্কা কাটেনি আহত শ্রমিকদের

রানা প্লাজার পিলার ভাঙতে শুরু করে দুর্ঘটনার আগের দিনই

রানা প্লাজা ধস: পঙ্গুত্বের কারণে ভেঙেছে অনেকের সংসারও

রানা প্লাজার তিন মামলা: বিচার বিলম্বিত যে কারণে

শত বাধা আর কষ্টেও ঘুরে দাঁড়িয়েছেন তারা

ডায়েরি থেকে রেশমাকে উদ্ধারের অভিযান




সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান