X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঈদ করতে দেশে ফিরেছেন অনেক প্রবাসী

সালমান তারেক শাকিল ও চৌধুরী আকবর হোসেন
২৬ জুন ২০১৭, ০৮:৫৪আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:০৬







আবদুল্লাহ আল ফারুক পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে কয়েক লাখ বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে ছুটি কাটাতে গেলেও প্রবাসীদের মধ্যে অনেকেই দেশে ফিরেছেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে কয়েকদিনের ছুটিও নিয়েছেন তারা।

বাংলা ট্রিবিউনের সঙ্গে দেশে ফেরা কয়েকজন প্রবাসীর কথা হয়েছে। তারা জানান, ঈদ বছরে মাত্র দুটি। তাই সাধ্যমতো খরচ করে মাত্র ৫-৭ দিনের জন্য নিজের পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে এসেছেন। এক্ষেত্রে বিদেশের মাটিতে ঈদের আনন্দ প্রায় নেই বললেই চলে। ঈদের সারাদিন মন পড়ে থাকে নিজের বাড়িতেই।
সবমিলিয়ে কত সংখ্যক বাংলাদেশি ঈদ করতে দেশে ফিরেন, এমন পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, শুধুমাত্র ঈদের জন্য দেশে ফিরে আসেন, এমন প্রবাসীর সংখ্যা খুব বেশি নয়। এক্ষেত্রে অর্থসংস্থান একটি বড় কারণ মনে করে সূত্রটি।
সূত্রটি জানায়, প্রবাসীদের বেশিরভাগই শ্রমিক। শুধুমাত্র ঈদের জন্য অল্প কয়েকদিনের ছুটিতে অনেক টাকা খরচ করে দেশে আসার মতো সাধ্য রয়েছে খুব কম প্রবাসীর। যারা দেশে আসেন, এদের বেশিরভাগ বিদেশে ভালো কোনও চাকরি করছেন বলেও জানায় সূত্রটি। তবে একটি বড় সংখ্যার প্রবাসী দেশে ফিরেন, তারা বছরের ছুটি নিয়ে থাকেন ঈদের সময়। এ কারণে পরিবারের সঙ্গে ঈদ করার সৌভাগ্য হয় তাদের।
বাবা-মা ও ভাই-বোনদের সঙ্গে ঈদ করতে মাত্র কয়েকদিনের ছুটিতে দেশে এসেছেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তামিম রায়হান। আগামী ৩০ জুন নাগাদ তিনি কাতারে ফিরে যাবেন ঢাকার এই বাসিন্দা। কেন দেশে ঈদ করতে আসা? এমন প্রশ্নে তামিম রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাতারে আমার প্রথম ঈদ ছিল ২০১০ সালে। প্রকৃত অর্থে ওই ঈদই ছিল আমার জীবনের সবচেয়ে বেশি বিষণ্ণতার। দিনটি হয়ে উঠেছিল নিঃসঙ্গতার বেদনায় জর্জরিত। এরপর থেকে পবিত্র রমজান শেষে আমি আর কোনও ঈদ কাতারে করিনি।’
তামিম রায়হান তামিম রায়হান আরও বলেন, ‘ঈদুল ফিতরের বিষয়টি আগাগোড়া আলাদা। সব বয়সের মানুষেরাই আনন্দ করতে পারেন। ঈদের নামাজশেষে কোলাকুলির পর নিজের বাসায় সেমাই-ফিরনি খেয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়া যায়। প্রতি বছরই আমি ঈদুল ফিতর ঢাকায় করতে চাই। প্রবাসী হয়েও ঈদুল ফিতর তাই আমার কাছে আনন্দের, খুশি ও উল্লাসের।’

সাঈদ হক মালয়েশিয়ায় ওআইসিতে কাজ করছেন বাংলাদেশি সাঈদ হক। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে চাকরি করা সাঈদ হক সম্প্রতি দেশে ফিরেছেন ঈদ উদযাপনের জন্য। বাংলা ট্রিবিউনের প্রতিবেদককে বলেন, ‘ছাত্রাবস্থায় অর্থ যোগানের অভাবে মন চাইলেও দেশে এসে ঈদ করতে পারিনি। এবার চলে এসেছি। এর আগেও এসেছি। পরিবার, স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের তুলনা কোনোভাবেই প্রবাসে বসে হয় না। তাই দেশে ফেরা। ঈদ করেই ফিরে যাব মালয়েশিয়ায়।’
সৌদি আরবে ব্যবসা করেন আবদুল্লাহ আল ফারুক। গ্রামের বাড়ি ফেনীতে। গত বুধবার (২১ জুন) বাংলাদেশে আসেন তিনি। জানতে চাইলে ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন,‘ঈদের আনন্দ পরিবারের সঙ্গে একত্রে উপভোগ করতে চাই। তাই দেশে আসা। কয়েকদিন পরেই ফিরে যাব।’

আবদুল্লাহ আল ফারুক জানান, ‘সৌদি আরব থেকে তার পরিচিত আরও অনেকেই দেশে এসেছেন স্বজনের সঙ্গে ঈদ করতে। তারা হলেন,  ফেনী জেলার নাসির উদ্দিন, আবদুল বাতেন।’ তিনি বলেন, ‘আমার সঙ্গে একই ফ্লাইটে এসেছেন শহিদুল ইসলাম নামে একজন।’
আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘ঈদের ছুটি শেষ হলেই সৌদি ফিরে কর্মস্থলে যোগ দেবেন তারা।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭,৫৭,৭৩১ জন কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন। ২০১৫ সালে মোট ৫,৫৫,৮৮১ জন কর্মী বিদেশে গিয়েছেন।  এছাড়াও নারী অভিবাসনের হারও বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে সর্বাধিক সংখ্যক নারী কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে। যার পরিমাণ মোট ১,১৮,০৮৮ জন। সবচেয়ে  বেশি লোক থাকেন সৌদি আরবে, এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমানেও বাংলাদেশি প্রবাসীদের অবস্থান সংখ্যায় অনেক।
/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত