X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বৈশ্বিক সাহায্যের আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ১৫:১১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৫:১২

ডা. দীপু মনি (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি রোহিঙ্গা সমস্যার সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জীবন বাঁচাতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে অবশ্যই নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে হবে।’

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থার রাজনৈতিক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান, সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমিলা প্যাটেন এবং বাংলাদেশ স্থায়ী মিশনে জেনেভাভিত্তিক মানবাধিকার কাউন্সিলের মিয়ানমার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার প্রফেসর ইয়াং হি লি’র সঙ্গে পৃথক বৈঠকে দীপু মনি এ কথা বলেন। নিউইয়র্ক থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকায় পাঠানো জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান তার সাম্প্রতিক মিয়ানমার সফরের অভিজ্ঞতা বৈঠকে অবহিত করেন। এ সঙ্কটের সমাধানে মিয়ানমারের করণীয় বিষয়ে জাতিসংঘের বিবেচ্য দিকগুলো নিয়ে তিনি মিয়ানমারের নেতাদের সঙ্গে আলোচনা করেন বলে দীপু মনিকে জানান।

ডা. দীপু মনি এমপি এর আগে যুক্তরাষ্ট্রের সময় সোমবার সকালে জাতিসংঘ সদর দফতরে সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমিলা প্যাটেনের সঙ্গে পৃথক বৈঠক করেন। প্যাটেন গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে মিয়ানমার সংকটের সমাধানে দেওয়া কর্মপরিকল্পনার প্রশংসা করেন।

দীপু মনির সঙ্গে বৈঠকে প্রমিলা প্যাটেন বলেন, ‘সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও মিয়ানমার থেকে বিতারিত রোহিঙ্গাদের যে বাংলাদেশ আশ্রয় দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের এই ভূমিকা বিশ্ব চিরদিন স্মরণ রাখবে।’ সম্প্রতি জাতিসংঘের ভিকটিম সাপোর্ট ফান্ডে এক লাখ ডলার দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্যাটেন জানান, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশ সফর করবেন।

সোমবার বাংলাদেশ স্থায়ী মিশনে দীপু মনির সঙ্গে বৈঠক করেন মানবাধিকার কাউন্সিলের মিয়ানমার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার প্রফেসর ইয়াং হি লি। তিনি জানান, তার পরবর্তী রিপোর্টে তিনি চলমান রোহিঙ্গা সংকটের বিষয়টি আরও বিস্তারিত ও গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। বৈঠকে ডা. দীপু মনির সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও স্থায়ী মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র: বাসস।

আরও পড়ুন- রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধ করতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত