X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ফের আলোচনা ১২ ডিসেম্বর

শেখ শাহরিয়ার জামান
০৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৩২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৫

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মানাবাধিকার কাউন্সিলের বিশেষ সেশন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে আবারও আলোচনা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফরি ফেল্টম্যান নিরাপত্তা পরিষদকে রাখাইন ও রোহিঙ্গা ইস্যুতে সর্বশেষ পরিস্থিতি অবহিত করবেন।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘গত ৬ নভেম্বর নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে একটি প্রেসিডেনশিয়াল স্টেটমেন্ট ঘোষণা করে এবং একমাস পরে আবারও নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে অবহিত করার জন্য সেখানে বলা হয়।’

প্রসঙ্গত, এর আগে আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত চার বার নিরাপত্তা কাউন্সিল রোহিঙ্গা ইস্যুটি নিয়ে আলোচনা করেছে। এরমধ্যে একবার হয়েছে উন্মুক্ত আলোচনা, যেখানে বাংলাদেশ ও মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ওই কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য ২৩ নভেম্বর দু’দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং ৫ ডিসেম্বর মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের বিরুদ্ধে একটি শক্ত রেজ্যুলেশন গ্রহণ করা হয়। এই পরিবর্তিত পরিস্থিতিতে জেফরি ফেল্টম্যান নিরাপত্তা পরিষদকে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করার পরে এর সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হবেন।’

চীনের অবস্থান

সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘প্রথম থেকেই চীন রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিকীকরণ না করার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়ে আসছে। এ বিষয়ে চীনের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। চীন নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী সদস্য।তাদের বিরোধিতার কারণে নিরাপত্তা কাউন্সিল মিয়ানমারের বিরুদ্ধে কোনও শক্ত অবস্থান নিতে পারছে না।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুর মতো চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও চীনের বিরোধিতার কারণে ভোটাভুটি হয় এবং চীন মিয়ানমারের পক্ষে ভোট দেয়।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) মানবাধিকার কাউন্সিলে চীনের দেওয়া বক্তব্যে বলা হয়, বাংলাদেশ ও মিয়ানমার একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে এবং এ ধরনের রেজ্যুলেশন প্রত্যাবাসন প্রক্রিয়াকে জটিল করবে। এ কারণে চীন ভোটের আহ্বান জানায় এবং আলোচনায় বিপক্ষে ভোট দেয়।

ওই কর্মকর্তা বলেন, ‘আপাত দৃষ্টিতে মিয়ানমারের প্রতি চীনের সমর্থন বাংলাদেশের থেকে বেশি। কিন্তু তারপরেও আমরা চীনের সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন:



রোহিঙ্গাবিষয়ক রেজ্যুলেশন: বিরোধিতা করেছে চীন, ফিলিপাইন ও বুরুন্ডি
জাতিসংঘের বিশেষ অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ নিলো চীন

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বলছেন রোহিঙ্গা নেতারাকরিডরের চেয়ে রাখাইনে সেফজোন করলে কাটবে রোহিঙ্গা সংকট
রৌমারী‌ সীমা‌ন্তে পুশব্যাক, ভূরুঙ্গামারী‌ সীমান্ত পা‌ড়ি দেওয়ার চেষ্টা: ৩৫ রোহিঙ্গাসহ আটক ৪৪
রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ