X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডিএনএ নমুনা সংগ্রহে কাল নেপাল যাচ্ছে মেডিক্যাল টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ২০:৪৪আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২০:৫২

বিধ্বস্ত বিমানটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বাংলাদেশিদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আগামীকাল বৃহস্পতিবার নেপাল যাচ্ছে একটি মেডিক্যাল টিম।

এ বিষয়ে বুধবার (১৪ মার্চ) ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. খোরশেদ আলম বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) ডিএনএ বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ ও বার্ন ইউনিটের চিকিৎসকসহ আট জন নেপালে যাচ্ছেন।’ ডিএনএ সংগ্রহ করতে ক’দিন লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এ মুহূর্তে বলা যাবে না। নেপালের পরিস্থিতির ওপর সেটি নির্ভর করছে।’

গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চার জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি। এছাড়া, ১০ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখানকার ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছি। তারা তাদের অভিজ্ঞতা থেকে আমাদের জানিয়েছেন, এ ধরনের দুর্ঘটনায় সাধারণত ১০ শতাংশ ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন হয়। বাকিদের ক্ষেত্রে দাঁত ও হাড়ের রেকর্ড; কোনও অলঙ্কার বা ধাতব বস্তু বা অন্য কোনও ধরনের শনাক্তকরণ চিহ্ন দেখে শনাক্ত করা হয়। আমি কয়েকটি মৃতদেহ দেখেছি। আমার মনে হয়েছে খালি চোখে তাদের শনাক্ত করা অত্যন্ত কঠিন।’

রাষ্ট্রদূত বলেন, ‘যে ১০ জন বাংলাদেশি এখানে চিকিৎসারত আছেন, তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। এছাড়া, আরেকজন আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় ফেরত যাবেন বলে আশা করছি।’

এদিকে, নিহতদের স্বজনদের নেপালে বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছে না–বিভিন্ন সংবাদমাধ্যমের এমন খবরের বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খোরশেদ আলম বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, প্রতিটি পরিবার যেন তার স্বজনের মৃতদেহটি পায়, অন্য কারও মৃতদেহ নয়, তা নিশ্চিত করা। এজন্য কিছুটা সময় দরকার।’

নেপালের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘যে মর্গে মৃতদেহগুলো রাখা হয়েছে সেখানে শুধু বাংলাদেশিদের নয়, নেপালিদের মৃতদেহও রাখা আছে। নেপালের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, তাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কাউকেই মৃতদেহগুলো দেখতে দেবে না।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার যাত্রীদের স্বজন ও সাংবাদিকরা নেপালে পৌঁছালে দূতাবাসের উদ্যোগে সবাইকে দূতাবাসে নিয়ে যাওয়া হয় এবং নেপালি কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা জানানো হয়।’

সচিব বলেন, ‘আমি নিহতদের স্বজনদের মানসিক অবস্থা বুঝতে পারি। তারপরও সবাইকে আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো।’

 

  

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!