X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তদন্ত শুরু রবিবার, ইউএস-বাংলার পাইলট ও বিমানের তথ্য চেয়েছে নেপাল

চৌধুরী আকবর হোসেন
১৭ মার্চ ২০১৮, ২৩:৫৩আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১০:২৮




 নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হচ্ছে রবিবার। এদিকে, ইউএস-বাংলার বিমান, পাইলট ও কো-পাইলট সংক্রান্ত সব তথ্য চেয়েছে নেপাল। এসব তথ্য নিয়ে তদন্ত কাজে যোগ দিতে রবিবার সকালে বাংলাদেশ থেকে যাচ্ছেন এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপটেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইতোমধ্যে নেপাল থেকে পাইলটের লগবুক, পাইলট লাইসেন্স, কো-পাইলটের ফ্লাইংয়ের অনুমতির বিষয়সহ বিমানের ক্রয়, মেরামত সংক্রান্ত অন্য সব তথ্য চেয়েছে নেপাল।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, শনিবার সকালে সিভিল এভিয়েশন অথরিটির প্রধান কার্যালয়ে দুর্ঘটনার তদন্ত বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এএআইজি-বিডি প্রধান ক্যাপটেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ, সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবিরসহ এএআইজ  সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার তদন্তে নেপালের সিভিল এভিয়েশনের তদন্ত দলের সঙ্গে যুক্ত হচ্ছে এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। ইতোমধ্যে তাদের নামের তালিকাও নেপালে পাঠানো হয়েছে। তদন্ত কাজে যোগ দিতে রবিবার সকালে বাংলাদেশে থেকে যাচ্ছেন এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপটেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ। বাকি সদস্যরা পরবর্তী সময়ে নেপালে যাবেন। এছাড়াও ইউএস-বাংলার ড্যাস-৮-কিউ-৪০০ বিমানের নির্মাতা প্রতিষ্ঠান কানাডার বোম্বারডিয়ারের দুই সদস্য গত মঙ্গলবার কাঠমান্ডু গেছেন। নেপালে রয়েছে বিমানটির ব্ল্যাকবক্স। ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধারে সময় প্রতিনিধি রাখার বিষয়ে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে এএআইজি-বিডি প্রধান ক্যাপটেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোন তদন্তে অনেক বিষয় প্রয়োজন। তদন্ত কাজে যেসব তথ্য প্রয়োজন, সেসব বিষয় চেয়েছে নেপাল। তদন্তের জন্য আমি সেসব তথ্য নিয়ে নেপাল যাচ্ছি। আগামীকাল (রবিবার) সকালে নেপালে যাচ্ছি। বাংলাদেশের বাকি সদস্যরা পরে যেকোনও সময় যুক্ত হতে পারেন।
প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন। এর মধ্যে ২৬ আরোহী বাংলাদেশি।

 

/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ