X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মারা গেলেন পাইলট আবিদের স্ত্রী আফসানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১০:৩০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৩:০৯

পাইলট আবিদ ও তার স্ত্রী আফসানা, তারা দু’জনেই এখন না ফেরার দেশে নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম মারা গেছেন। শুক্রবার (২৩ মার্চ) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বদরুল আলম জানান, লাইফ সাপোর্টে থাকা আফসানার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে শুক্রবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
আবিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ শুক্রবার বাদ আছর উত্তরা ১৩ নম্বর সেক্টরে আফসানার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানীর সামরিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২২ মার্চ) আফসানার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ বলেছিলেন, আফসার শারীরিক যে লক্ষণ, তাতে তাকে ক্লিনিক্যাল ডেডও বলা যাবে না। ডায়াবেটিসে আক্রান্ত হওয়া ও স্বামীর মৃত্যুর সংবাদ- দুটিই তার এই অবস্থার কারণ বলে মনে করছি।

দ্বীন মোহাম্মদ আরও বলেন, লাইফ সাপোর্ট খুলে ফেলা বা বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা আফসানার নেই। তার জন্য যতটুকু উন্নত চিকিৎসা প্রয়োজন, এখানেই সম্ভব।


উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাইলট আবিদ সুলতান। এর ছয় দিন পর ১৮ মার্চ সকালে স্ট্রোক করেন আফসানা। তাকে প্রথমে উত্তরার একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে। সেখানে একবার অস্ত্রোপচার করা হলেও ওই দিন রাতেই আবার স্ট্রোক করেন আফসানা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আবার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণে আফসানার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

/এসও/এআরআর/টিআর/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা