X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ফল বিপর্যয় বিজ্ঞানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৬:৩১আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:৩৪

এইচএসসির ফল প্রকাশ

ঢাকা বোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞানে সবচেয়ে বেশি ফল বিপর্যয় হয়েছে। গত বছরের তুলনায় এবছর বিজ্ঞানে পাসের হার কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। মানবিকে কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ এবং বাণিজ্যে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া, বিজ্ঞানের বিষয়গুলোতেও পাসের হার গত বছরের তুলনায় বেশ খানিকটা কমেছে।

প্রকাশিত এইচএসসি ও সমমানের ফল পর্যালোচনা করে দেখা যায়, এ বছর বিজ্ঞান গ্রুপে পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। অথচ গত বছর এই হার ছিল ৮৮ দশমিক ৩৬ শতাংশ। অর্থাৎ বিজ্ঞানের পাসের হার কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ।  অন্যদিকে,মানবিকের পাসের হার ৫৫ দশমিক ২৩ শতাংশ হলেও গত বছর এই হার ছিল ৫৬ দশমিক ৫৯ শতাংশ। এ হিসাবে মানবিকে এবছর পাসের হার কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ। আবার বাণিজ্যে এবছর পাশের হার ৭০ দশমিক ৫৭ শতাংশ এবং গত বছর ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ। এ হিসাবে এ হার কমেছে ৩ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞানের বিষয়গুলোতেও গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। পদার্থ বিজ্ঞান বিষয়ে এবছর পাসের হার ৮৬ দশমিক ১৫, গত বছর এই হার ছিল ৯২ দশমিক ১৭, রসায়নে এবছর পাসের হার ৯৪ দশমিক ৩৫ শতাংশ, গত বছর এহার ছিল ৯৭ দশমিক ৫৮ শতাংশ, উচ্চতর গণিতে এবছর পাসের হার ৮৭ দশমিক ৫ শতাংশ, গত বছর এই হার ছিল ৯৫ দশমিক ৮৯ শতাংশ, জীববিজ্ঞান বিষয়ে এবছর পাসের হার ৯৪ দশমিক ৭ শতাংশ, যা গত বছর ছিল ৯৬ দশমিক ৯৩ শতংশ। আইসিটিতে এবছর পাসের হার ৮২ দশমিক ৮৩ শতাংশ, গত বছর ছিল ৮৮ দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞানে ফল বিপর্যয় নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ভালো করে দেখে কারণ খুঁজে বের করবো। আগে গণিতে, ইংরেজিতে একজনও পাস করতো না। আমরা ‘সেকাপে’ প্রকল্পের মাধ্যমে আলাদা শিক্ষক দিয়ে আলাদা ক্লাস করিয়েছি। আস্তে আস্তে সবাই তারা পাস করছে। একটা দিকে বাড়াতে গেলে আরেকটা দিকে চাপ পড়ে।’

 

/আরএআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত