X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শামসুন্নাহার ছাড়া সব ছাত্রী হলেই অনিয়মের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১২:০৭আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:০৭

 

শামসুন্নাহার ছাড়া সব ছাত্রী হলেই অনিয়মের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একমাত্র শামসুন্নাহার ছাড়া সবগুলো ছাত্রী হলে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভোটের শুরুতেই ফাকা ব্যালট বাক্স না দেখানো, কৃত্রিমভাবে দীর্ঘ লাইন তৈরি করে রাখা, প্রার্থী ও সাংবাদিকদের হলে প্রবেশে বাধাসহ নানাবিধ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

রোকেয়া হল, সুফিয়া কামাল হল ও কুয়েত মৈত্রী হলে সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে দাবি করেন ভোটার ও প্রার্থীরা।

সরেজমিনে দেখা যায়, রোকেয়া হলে সাংবাদিক ও প্রার্থীদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলার যে নিয়ম সেটিতে প্রভোস্ট গরিমসি করেন। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হয়। অভিযোগ করা হয়, সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সিদ্ধেশ্বরী থেকে তৃতীয় বর্ষের কানিজ সুলতানা জানান, শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছি। ভোট দিতে কোনও বাধা দেওয়া হয়নি।

এদিকে সুফিয়া কামাল হলে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইন। লাইনটি হলের বাইরে মাজারের দিকে গিয়ে ঠেকেছে। এতো দীর্ঘ লাইন নিয়ে প্রার্থীদের অভিযোগ আছে। তারা বলছেন, গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না বিধায় বাইরের লাইন লম্বা।

এদিকে ব্যালটে আগে থেকে সিল মারার অভিযোগে সকালেই ভোট স্থগিত করা হয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে। এরপর বেলা ১১ টা ১০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে ৫টা ১০ মিনিট পর্যন্ত। চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ভোট শুরুর আগে থেকে এই হলের অডিটোরিয়ামে একটি কক্ষ আগে বন্ধ ছিল। সকালে সেই কক্ষ থেকে প্রার্থী ও ভোটাররা এক বস্তা ব্যালট উদ্ধার করে। তাতে ছাত্রলীগের প্রার্থীদের নামে সিল মারা ছিল। পরে প্রার্থী ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি কর্মকর্তারা ভোট বন্ধ করে দেন।

এদিকে নারী হলগুলো নিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব হলে গিয়েই দেখেছি ভোটাররা ভোট দিতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। কোনও কোনও হলে প্রার্থীরাও ঢুকতে পারছে না।’

কৃত্রিম লাইনের অভিযোগ করে তিনি বলেন, ‘এই লাইনে কারা দাঁড়িয়ে আছে, খোঁজ নেন।

ছাত্রলীগের ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিব চন্দ্র দাস এসব অভিযোগ অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুয়েত মৈত্রী নিয়ে যে অভিযোগ উঠেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা জড়িত তাদের চিহ্নিত করে যেন ব্যবস্থা নেওয়া হয়।’

প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচন শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন। এ ছাড়া, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন ও সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে ১৩টি সদস্য পদের বিপরীতে লড়বেন ৮৬ প্রার্থী।

আরও পড়ুন:
‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)

প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

/আরজে/ইউআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ