বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানসহ ঘটনার নানা দিক জানতে প্রত্যক্ষদর্শীদের অংশগ্রহণে গণশুনানি শুরু হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে দুর্ঘটনাস্থলের কাছে বনানী থানা পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুমে এই গণশুনানি শুরু হয়।
গণশুনানিতে ওই ভবনে আটকে পড়া ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা সেদিনের অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন। ঘটনা তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয় সদস্যের কমিটি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ৯ সদস্যের কমিটি, ফায়ার সার্ভিস ও পুলিশ এই গণশুনানির আয়োজন করেছে।
আয়োজকরা বলছে, এই শুনানির মাধ্যমে ওই ভবনে আগুনের কারণ জানা যাবে। ভবনের ভেতরে কী ঘটেছিল, কীভাবে আগুন লেগেছিল ও ছড়িয়েছিল তা জানা যাবে।
এ বিষয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফয়জুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুটি তদন্ত কমিটি এখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিচ্ছি। এই শুনানির উদ্দেশ্য হলো— আগুনের কারণ খুঁজে বের করা। ঘটনায় আটকা পড়াদের অভিজ্ঞতা জানা, ভবনে কী কী অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল তা শোনা ও কী কী দরকার তার পরামর্শ নেওয়া। কী কী সমস্যার সম্মুখীন তারা হয়েছিলেন তা জানা এবং এর ভিত্তিতে এমন পরিস্থিতিতে করণীয় বিষয়ে সুপারিশ দেওয়া। ’
আরও পড়ুন...
আগুনে আতঙ্কিত না হয়ে করণীয় জানতে হবে
‘এফ আর টাওয়ারের আগুন মনিটর করছেন প্রধানমন্ত্রী’
‘আগুন নিয়ন্ত্রণে আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে’
ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস
সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে সাতজনের মরদেহ
ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি
এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন
দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং
বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার
ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি