X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ০০:৩৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০০:৪১

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতালের নামে কেউ যদি মানুষের স্বাধীন চলাফেরার ব্যাঘাত সৃষ্টি করে কিংবা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, আমাদের কাছ থেকে ১৪টি রাজনৈতিক দল সমাবেশ করার জন্য অনুমতি নিয়েছিল। আমরা আশা করেছিলাম তারা সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। বিএনপি লিখিত দিয়েছিল। আমরা যে শর্ত দিয়েছিলাম সেই শর্ত মেনেই সমাবেশ করতে এসেছিল। সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য সিসিটিভি লাগিয়েছি। যারা সমাবেশে অংশ নিয়েছে তাদের নিরাপত্তার বিষয়গুলো নিয়েও আমরা কাজ করেছি। আমরা সাধ্যমত চেষ্টা করেছি— যে যার সমাবেশ যেন সফল করতে পারে। আমরা চেয়েছিলাম নেতিবাচক কোনও পরিস্থিতির যেন সৃষ্টি না হয়। 

ডিএমপি কমিশনার আরও বলেন, পল্টন ও আশপাশের এলাকায় বিএনপির একটি সমাবেশ ছিল। এছাড়াও আশপাশে আরও কয়েকটি দলের সমাবেশ ছিল। অনুমতি গ্রহণের সময় বিএনপি নেতারা নিজেরাই উল্লেখ করেন যে বিজয়নগর মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত এক থেকে এক লাখ বিশ হাজার জমায়েত করবেন। তাদের সমাবেশ যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, নাশকতামূলক কর্মকাণ্ড কেউ চালাতে না পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু বিস্ময়ের সাথে আপনারা লক্ষ্য করেছেন— সকাল দশটা নাগাদ বিএনপির অসংখ্য নেতাকর্মী কাকরাইল মসজিদের মোড়ে এবং আশেপাশে অবস্থান নেয়। বিনা কারণে উপর্যুপরি বাস এবং বিভিন্ন ধরনের যানবাহনে হামলা চালাতে থাকে। এর কিছুক্ষণ পর অতর্কিতভাবে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করে এবং গেট ভেঙে ফেলে।

এক পর্যায়ে তারা লাঠিসোটা হাতে ভবনের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানেও ভাঙচুর চালায়। অতঃপর পুলিশি বাধার মুখে তারা বাসা থেকে বেরিয়ে যায় এবং পার্শ্ববর্তী সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাসভবন জাজেস কমপ্লেক্সে আক্রমণ চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। জাজেস কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরাসহ আশপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তাণ্ডবলীলার একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা কিন্তু ধ্বংসযজ্ঞের এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও ধারণাতীত ছিল। তবু বাংলাদেশ পুলিশ উচ্ছৃঙ্খল আক্রমণকারীকে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা কাকরাইল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যানবাহন জ্বালিয়ে দেয়।

/আরটি/এমএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ০০:৩৪
হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
গেটলক সিস্টেম না মানলেই মামলা: ডিএমপি কমিশনার
গৃহকর্মীর মৃত্যু: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
‘ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত’
সর্বশেষ খবর
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
গৃহকর্মীকে নির্যাতন মামলায় গৃহকর্ত্রীর বিচার শুরু
গৃহকর্মীকে নির্যাতন মামলায় গৃহকর্ত্রীর বিচার শুরু
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে আবাহনীকে হারিয়ে ফাইনালে কিংস
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে আবাহনীকে হারিয়ে ফাইনালে কিংস
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ