X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিপথে যাওয়া তরুণদের ফেরার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৬, ১৮:৪৬আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৮:৫১

জাতীয় বিশ্ববিদ্যালয় বিপথে যাওয়া তরুণদের সুপথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উপাচার্য এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, নৈরাজ্য, নৈরাশ্য, অন্ধত্ব ও বিপথগামীতার পথে যাওয়া তরুণদের সুস্থ চিন্তা ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে।
দেশের উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,তরুণ শিক্ষার্থীদের কেউ কেউ যেভাবে বিভ্রান্ত ও বিপথগামী হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, নিরাপরাধ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে, দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে, নিজেদের পরিবারের জন্য বিপর্যয় ডেকে আনছে এবং সর্বোপরি নিজেদের জীবন বিপন্ন করছে, তাতে দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার পক্ষে।  হত্যা, খুন, সন্ত্রাস চালিয়ে বাংলাদেশের সমাজ-রাষ্ট্রের মূল ভিত্তিকে ধ্বংস করা কারও পক্ষে যে সম্ভব নয়  ইতিহাস বারবার তার প্রমাণ দিয়েছে।
একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের শান্তি, সম্প্রীতি ও সুস্থ জীবনধারার পক্ষে এবং সর্বপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর জন্য বেশকিছু নির্দেশনা তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের নিয়মিত হাজিরা গ্রহণ; যে সব কলেজে আবাসিক হোস্টেল রয়েছে সে সব হোস্টেলে শিক্ষার্থীদের দৈনিক হাজিরা নিশ্চিত করা; প্রাইভেট শিক্ষার্থীদের অভিভাবকদের নজরদারি বাড়ানো; গরহাজির শিক্ষার্থীদের ক্ষেত্রে তালিকা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের অভিভাবকদের কাছে পাঠানো; সহপাঠ কার্যক্রম (ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিয়মিত আয়োজন)প্রভৃতি। এতে আরও  বলা হয়, এসব কার্যক্রম বাস্তবায়ন তদারকি করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাধিক টিম  পাঠানো হবে।

আরও পড়তে পারেন: নিখোঁজের খবরগুলো আমলে নিত না আ. লীগও

আরও পড়তে পারেন: জঙ্গি হামলাকারীরা নিঃসন্দেহে দোজখের আগুনে পুড়বে: প্রধানমন্ত্রী

/আরএআর/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা