X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জের বিল্লাল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৬, ১৯:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৯:৪৯





মানিকগঞ্জের বিল্লাল হোসেন (৪২) হত্যা মামলার প্রধান আসামি মো. পারভেজ হোসেন সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। সোমবার রাত ৮টার দিকে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর অধিনায়ক লুৎফুল কবির বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। গ্রেফতারকৃত মো. পারভেজ হোসেন সুমন



গত ২ নভেম্বর রাতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মাচাইন গ্রামের কালভার্টের ওপর বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে তার লাশ খালে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় ৩ নভেম্বর নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর বিষয়টি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করেন বলে জানান সিও। তিনি বলেন, ‘র‌্যাব-৪ এর বিশেষ আভিযানিক দল মেজর মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে হত্যার রহস্য উদঘাটনের কাজ শুরু করে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়।’
র‌্যাব দাবি করেছে, গ্রেফতারকৃত সুমন প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যার বিষয়টি বর্ণনা করেছে। এ বিষয়ে র‌্যাব-৪ এর অধিনায়ক বলেন, ‘বিল্লাল হোসেন ও আফরোজা বেগম দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে মোছা. শাবনুর (১৫) স্থানীয় রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে এসএসসি পরীক্ষার্থী। শাবনুরকে বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার পথে গত প্রায় দুই বছর ধরে একই এলাকার বখাটে ছেলে সুমন তাকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে শাবনুরকে সরাসরি প্রেমের প্রস্তাব দেয় সুমন। শাবনুর তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে সুমন আরও বেপরোয়া হয়। তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলে পরিণতি ভালো হবে না বলেও বারবার হুমকি দিতে থাকে। বিষয়টি শাবনুর তার বাবা-মাকে জানায়। তার বাবা বিল্লাল হোসেন বিষয়টি সুমনের বাবা-মাকে জানায়। তবে পারিবারিকভাবে বিষয়টি তারা মীমাংসা করতে ব্যর্থ হয়। এরপরও সুমন তার সহযোগী আসামি হাবিব(২২), আলীম (৩২) ও আশিক (১৮) শাবনুরের বাড়িতে এসে সরাসরি বিল্লাল হোসেন এবং আফরোজাকে তাদের মেয়ে শাবনুরকে সুমনের সঙ্গেই বিয়ে দিতে হবে বলে দাবি করে। এসময় তাদের এই দাবি বিল্লাল ও আফরোজা বেগম প্রত্যাখ্যান করে।’
তিনি আরও বলেন, ‘প্রস্তাবে বিফল হয়ে সুমন ও তার সহযোগীরা শাবনুরের বাবা- মাকে প্রাণনাশেরও হুমকি দেয়। হুমকির ধারাবাহিকতায় তারা বিল্লালকে হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে।’
ঘটনার বর্ণনা করে তিনি বলেন, ‘গত ২ নভেম্বর বিল্লাল মাচাইন বাজারে দোকান বন্ধ করে নিজের বাইসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড় ৮টার দিকে মাচাইন গ্রামের কালভার্টের ওপর বসে পেছন থেকে সুমন বিল্লালের মাথায় চাপাতি দিয়ে আঘাত করে। সে সাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়লে সুমন ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে। পরবর্তীতে খালে তার লাশ ফেলে দেয়।
রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাজারে নৈশ প্রহরী আক্কেল মিয়া ও মো. কাশেম উক্ত রাস্তায় তারা বিল্লালের বাইসাইকেল ও টর্চলাইট পড়ে থাকতে দেখেন। কাশেম সেগুলো বিল্লালের বাড়িতে গিয়ে তার স্ত্রী আফরোজা বেগমের কাছে দিয়ে আসেন। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। রাত ১২টার দিকে খালের মধ্যে বিল্লালের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে হরিরামপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন তার স্ত্রী হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।’
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ