X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএলএফ: শেষ দিনের হাইলাইটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৬, ১০:৩০আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৩:৫৬

লিটফেস্টের শেষদিন

 

দেখতে দেখতে সমাপনি দিনে ঢাকা লিট ফেস্ট: ২০১৬। পর্দা নামার আগে তৃতীয় এবং শেষ দিনেও রয়েছে নানা আয়োজন। সাহিত্যের পাশাপাশি থাকছে গান, চলচ্চিত্র, আলোচনাসহ নানা সেশন।

শনিবার সকাল ১০টায় কেকে টি-স্টেজে ‘পয়জনেড ওয়েলস’ সেশন নেবেন অন্তরা গাঙ্গুলির সঙ্গে হিলারি স্ট্যানডিং।

লনে আবৃত্তি করবেন জেফরি ইয়াং, আহমাতজান ওসমান, খাদেমুল ইসলাম, আমিনা ইয়াকিন ও কায়সার হক।

ব্র্যাক স্টেজে মসলিন কাপড় নিয়ে সেশনে থাকবেন সাইফুল ইসলাম, রুবি গজনভি, ফখরুল আলম, শহীদুল আলম। সঞ্চালনা করবেন ফয়সাল আহমেদ।

কসমিক টেন্টে দেখানো হবে  ‘সেইন্টস অব সিন’।

বটতলায় ‘গার্ল পাওয়ার’ সেশনে অংশ নেবেন নিশাত মজুমদার ও শ্যামলি শীল। রশিদা পারভিনের সঞ্চালনায় আলোচনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে।

এই সেশনগুলো চলবে ১১টা পর্যন্ত। এরপর ১১টা ১৫ মিনিটে মেইন স্টেজে থাকবেন ‘হোয়াট নট টু ওয়্যার’ সেশনে থাকবেন  সামিয়া হক, আমিনা ইয়াকিন, তাসাফি হোসাইন, হানিয়াম মারিয়া চৌধুরী ও সাদিয় ডেলভি।  

‘পর্দার গল্প পাতার গল্প’ আকরাম খান, আনম বিশ্বাস , মোরশেদুল ইসলাম, মো. শাকির ও  লুবানা শারমিন।

লনে আরব ফিকশন সেশন নেবেন নায়েল এলতোখি, মার্সিয়া লিনেক্স ও কেলি ফেলকনা।

ব্র্যাক স্টেজে ‘মনস্টারস অ্যান্ড সুপারহিরোস’ বই নিয়ে আলোচনা করবেন চাদর ওয়াংমো, সামির আসরান রহমান, অ্যান্থনি ম্যাকগোয়েন ও শাকিল আহমেদ।

বটতলা দেখানো হবে ‘আশা অ্যান্ড দ্য ম্যাজিক মশারি’। এই সেশনগুলো চলবে ১২টা ১৫ পর্যন্ত।

বেলা সাড়ে ১২টায় মেইন স্টেজে ‘যুদ্ধ শেষের যুদ্ধ’সেশনে থাকবে আহসান আকবর, আকিমুর রহমান, ফারুক ওয়াসিফ, মাহবুব আজিজ। সঞ্চালনা করবেন নবনীতা চৌধুরী।

কেকে টি-স্টেজে ‘দ্য ওয়ার্লড অ্যাকরডিং টু পুতিন’ শীর্ষক আলোচনায় থাকবেন বেন জুডাহ ও রোজামুন্ড আরউইন।

লনে ‘অফ গুগলিজ অ্যান্ড চায়না ম্যান’ সেশনে থাকবেন  চার্লি ক্যাম্পবেল, রিচার্ড বিয়ার্ড, অ্যন্থনি ম্যাকগোয়েন,  অ্যালেক্স প্রিস্টন, খাদেমুল ইসলাম।

ব্রাক স্টেজে ‘হিন্দি হ্যাজিমনি’ থাকবে গর্গ চ্যাটার্জী, ইন্দনীল রয় চৌধুরী, বিবেক ম্যানেজেস ও মানজুলা নারায়ণ।

কসমিক টেন্টে দেখানো হবে ‘দ্য স্টোরি অফ মসলিন’।

বটতলায় ‘সত্যের সন্ধানে’ সেশনে থাকবে হাফেজ দেলওয়ার, বাউল সফি মণ্ডল ও অরুপ রাহী। এসব সেশন চলবে ১টা ৩০ পর্যন্ত।

১টা ৪৫ এ কেকে টি স্টেজে ‘জেনেটিক্স- লাইফ হ্যাকড’ সেশনে থাকবে সঞ্জীব জৈন, আবিদ চৌধুরী ও গর্গ চ্যাটার্জী।

লনে ‘আদি কথা ও নারী জাতিগোষ্ঠির ইতিবৃত্ত’ কবিতা চাকমা, ইলোরা দেওয়ান, মুক্তাশ্রি চাকমা, মিঠুন রাকসাম ও মৃত্তিকা চাকমা।

ব্র্যাক স্টেজে ‘হিমাল দ্য লাস্ট স্ট্যান্ড লঞ্চ অফ দ্য ফাইনাল এডিশন’ সেশনে থাকবেন কনক দিক্ষিত।

কসমিক টেন্টে গল্প বলবেন ভিউয়েলা মালুলিকি। এই সেশনগুলো শেষ হবে ২টা ৪৫ মিনিটে।

মেইন স্টেজে বেলা ৩টায় ‘পোয়েট্রি স্টিল হিয়ার আফটার অল দিস হিয়ারস’ সেশনে থাকবে বিজয় সেশাদ্রি, খাদেমুল ইসলাম, জেফরি ইয়াং ও আমিনা ইয়াকিন।

কেকে টি-স্টেজে ‘ওয়ার্ডস আন্ডার সিজ’ সেশনে থাকবে আহমেদ মোস্তফা, হামিদ ইসমেলভ, কনক মানি দিক্ষিত, প্রাবদা ইউন ও রমানা চাচিয়োনি।

ব্রাক স্টেজে ‘হিচহাইকারস গাইড টু চিলড্রেন লিটারেচার’ সেশনে থাকবেন, ড্যানিয়াল হান্ট, অ্যান্থনি ম্যাকগোয়েন ও মাহরুফ মহিউদ্দিন।

কসমিক টেন্টে ‘মনিরুল ইসলাম (১৯৬৬-২০১৬) এ সার্ভে’ সেশনে থাকবেন মনিরুল ইসলাম ও মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জা নূর ও ডেপার্ট সম্পাদক ও চিত্র সমালোচক মোস্তফা জামান।

বটতলায় সাড়ে ৩টায় হবে বেহুলা ও লক্ষিন্দরের পালা।

বিকাল সোয়া ৪টায় ‘রুদ্ধস্বর: বলতে কেনো মানা’ সেশনে থাকবে প্রভাষ আমিন, সাঈদা আইরিন জামান, রাশেদা রও্নক খান, আরিফ জেবতিক। সঞ্চালনা করবেন হারুন উর রশীদ।

কেকে টি স্টেজে ‘বুক অব ঢাকা’ সেশনে থাকবেন কায়সার হক, সৈয়দ মনজুরুল ইসলাম, কিউপি আলম, অরুনাভ সিনহা ও ডেনিয়্যাল হান্ট।

লনে হবে ‘সময়ের কবিতা সমায়ন্তরের কবিতা’

ব্র্যাক স্টেজে ‘পপ জেন অ্যান্ড ব্রিটিশ অ্যাম্পায়ার’ সাঞ্জিব জৈন ও জেইন আলী। বটতলায় হবে কিশোর কবিতা ও আবৃত্তি।

সাড়ে ৫টায় দেওয়া হবে জেমকন অ্যাওয়ার্ডস- ২০১৬।

সেসময় কেকে টি স্টেজে হবে ‘অনুবাদে পূর্ব পশ্চিম’ সেশন। থাকবেন মাকসুদ আহমেদ, নাজমুন নেসা পিয়ারি, হামীম কামরুল হক, সামশাদ মোর্তজা ও মাশরুর আরেফিন।

লনে ‘ফাইটিং ওয়ার্ডস পোয়েটরি থ্রু ডিসেন্ট’ সেশনে থাকবেন স্টিভেন ফা্ওলার, মাকসুদুল হক, ভিউয়েলা মালুলিকি ও আঞ্জুম হাসান।  

ব্রাক স্টেজ থাকবে ‘দি ইটারনাল ফোক’ সেশনে থাকবে সায়মন ব্রুটন, লুবনা মরিয়াম, এড্ডিন খ্যু ও বিবেক ম্যানেসেজ।

সাড়ে ৬টায় লনে গান করবে গানের দল  ‘শিকড়’। মেইন স্টেজে এই আয়োজনের আনুষ্ঠানিক পর্দা নামবে। থাকবেন স্যার ফজলে আবেদ। 

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!