X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা আইজিপির

নুরুজ্জামান লাবু
২৪ নভেম্বর ২০১৬, ২৩:৫৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ০০:০৩

আইজিপি একেএম শহীদুল হক মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে দেশে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিও কনফারেন্সে পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। আইজিপির সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশের সবকটি মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিরা অংশ নেন। পুলিশ হেড কোয়ার্টার্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বৌদ্ধ মন্দিরগুলোয় বিশেষ নজরদারিতে রাখতে হবে। কেউ যেন এসব স্থানে হামলা চালিয়ে অপ্রীতিকর পরিস্থিতিত সৃষ্টি করতে না পারে।’

নির্দেশনামূলক বক্তব্যে আইজিপি বলেন, ‘এসব স্থানে বাড়তি নিরাপত্তা, নজরদারি বৃদ্ধি করতে হবে। রোহিঙ্গা ইস্যুতে কেউ-কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।’ কাউকে এই সুযোগ দেওয়া যাবে না। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বিশেষ সতর্কতার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মালম্বীদের হামলা ও নির্যাতনের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় নানা আলোচনা-সমালোচনা চলছে। রোহিঙ্গারা রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে জীবন বাঁচানোর আশায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও অনুপ্রবেশ করছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে।

আইজিপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইজিপিকে জানান। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইজিপিকে জানান।

গত ১৬ অক্টোবার ঝিনাইদহে মেয়ের উত্ত্যক্তকারীদের হাতে শাহনূর নামে এক ব্যক্তি দুই পা হারিয়েছেন। এ ঘটনায় থানা পুলিশ মামলা নিতে চায়নি। পরে শাহনূরের এক আত্মীয় আদালতে মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতার করতেও গড়িমসি করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। পুলিশ সদর দফতরের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিষয়টি আইজিপির নজরে এসেছে। পুলিশের মামলা না নেওয়ার বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানকে নির্দেশনা দেন।

ভিডিও কনফারেন্সে আইজিপি জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম আরও বেগবান ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ