X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন সেলিম আল দীনের সহধর্মিনী পারুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ২০:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২০:৩৭

বেগমজাদী মেহেরুন্নেসা পারুল

নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল মারা গেছেন। (ইন্না লিল্লাহে...রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের সংগঠন নাট্যস্নাতক মঞ্চের সাধারণ সম্পাদক সাইফ আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২ জানুয়ারি অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পিত্তথলিতে পাথর জমায় গত ৭ জানুয়ারি শনিবার তার অপারেশন করা হয়।

সেলিম আল দীনের মৃত্যুর পর তার অগ্রন্থিত ‘দিনলিপি’ কে সুচারুভাবে সম্পাদনা করেন তিনি। তার মৃত্যুর খবরে দেশের নাট্যাঙ্গনের কর্মীরা শোকাহত হয়ে পড়েন।

বেগম মেহেরুন্নেসা পারুল টাঙ্গাইলের করটিয়া কলোনিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অধ্যাপক মোকছেদ আলী খান টাঙ্গাইলের করটিয়ার সরকারি সাদাত কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করতেন এবং পরবর্তীতে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। মা আনোয়ারা বেগম ছিলেন গৃহিণী। ৬ ভাইবোনের মধ্যে মেহেরুন্নেসা পারুল ছিলেন প্রথম। করটিয়া বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি, আবেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, টাঙ্গাইল সরকারি সাদাত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বাংলায় বিএ এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ এবং এমএড সম্পন্ন করেন। পড়াশুনা শেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে বাংলায় অধ্যাপনা করতেন।

মঙ্গলবার বাদ আছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন সংলগ্ন মাঠে জানাজা শেষে অরুণাপল্লী হাউজিং সোসাইটি কবরস্থানে তাকে দাফন করা হয়।  

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ইউসুফ হাসান অর্ক, নাট্যস্নাতক মঞ্চের সভাপতি পারভীন কণা প্রমুখ।

১৯৭৪ সালে নাট্যাচার্য সেলিম আল দীনের সঙ্গে তাঁর বিয়ে হয়।  ২০০৮ সালের ১৪ জানুয়ারি সেলিম আল দীন মারা যান। স্বামীর মৃত্যুবার্ষিকীর চারদিন আগে তিনিও চলে গেলেন। তাদের একমাত্র সন্তান মইনুল হাসানও অকালে মারা যান।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত