X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আফ্রিকান প্রতারকদের টাকা পাচারে জড়িত পাকিস্তানি নাগরিক

রাফসান জানি
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৫৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৮

গোয়েন্দা পুলিশের হাতে আটক নাইজেরীয় প্রতারকচক্র (ফাইল ফটো) বিভিন্নভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাংলাদেশে অবস্থান করা আফ্রিকান প্রতারক চক্র। আর এই টাকা কিছু অসাধু মানি এক্সচেঞ্জারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে মালয়েশিয়ায়। সেখানে অবস্থান করছেন পাকিস্তানি নাগরিক দানেশ রাজা রাজবী। বাংলাদেশ থেকে প্রতারণা করা টাকাগুলো তার মাধ্যমে পৌঁছে যাচ্ছে প্রতারকদের স্বজনসহ সংশ্লিষ্টদের কাছে।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এ প্রতারক চক্র ভুয়া লটারি, বিদেশে উন্নত চাকরি ও মূল্যবান সামগ্রী দেওয়ার প্রলোভনসহ নানা কৌশলে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করে। এ চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। চক্রটি প্রতারণার টাকা দেশে না রেখে পাচার করছে বিদেশে। আর টাকা পাচার করতে প্রয়োজন বিশ্বস্ত লোক। আফ্রিকান প্রতারক চক্রের বিশ্বস্ত লোক পাকিস্তানি নাগরিক দানেশ রাজা। বাংলাদেশের বেশ কয়েকটা অসাধু মানি এক্সচেঞ্জারে সহায়তায় প্রতারকা তার কাছে টাকা পাঠায়। যা পরবর্তীতে মালয়েশিয়া থেকে যার যার একাউন্টে ট্রান্সফার করা হয়।

প্রতারকদের বিশ্বস্তের তালিকায় আরও কয়েকজনের নাম থাকলেও দানেশের নাম সবার ওপরে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করা আফ্রিকান প্রতারকদের সঙ্গে কাজ করে আসছেন বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

র‌্যাবের হাতে আটক আফ্রিকান প্রতারক চক্র (ফাইল ফটো) চলতি বছরের ২৬ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ নাইজেরিয়ানসহ ৭ প্রতারককে আটক করে ডিবি পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- জন আগডি ইউজিও, মাইকেল ইউজিনি ব্রাউন, নামডি কেলভিন, আফেজ, লিজা আক্তার, মহসিন শেখ ও তাসমিয়া পারভীন। এ প্রতারক চক্র ফেইসবুক, ই-মেইল, হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রতারণাগুলো করতেন।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ‘চক্রটিবিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তাদের প্রত্যেকের একাধিক ব্যাংক একাউন্ট রয়েছে। কারও কারও ১০/১২টি একাউন্টও রয়েছে। আটক লিজার একটি একাউন্ট থেকে গত জুন মাসে কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এ ধরনের বড় বড় লেনদেন আরও বেশ কিছু একাউন্ট থেকে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন একাউন্টে টাকা যোগ হওয়ার পর তা তুলে দেশের বাইরে পাঠানো হয় মানি এক্সচেঞ্জারদের মাধ্যমে। তারা টাকাগুলো দানেশসহ কয়েকজনের কাছে পাঠায় বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।’

মহানগর গোয়েন্দা পুলিশের ক্যান্টমেন্ট জোনাল টিমের (ডিবি-উত্তর) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলাইন বলেন, ‘প্রতারকদের প্রতারণার টাকা দেশের বাইরে পাঠানোর জন্য দানেশের মতো লোকদের প্রয়োজন হয়। তারাই টাকাগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়।’

আরও পড়ুন:
বিকাশের ২ হাজার ৮৮৭টি এজেন্ট হিসাব স্থগিত
নারীসহ ১৭ জন রোহিঙ্গা ছিলেন মিয়ানমারের সংসদ সদস্য
রোহিঙ্গা শরণার্থীদের যেন কষ্ট না হয়: দেশবাসীকে প্রধানমন্ত্রী
রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে, আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কাজে আসছে না
মিয়ানমারের ওপর অবরোধ আরোপে ইইউ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ
প্রতিদিন কেজিতে ২ টাকা করে বেড়েছে চালের দাম
‘আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেই রয়েছে রোহিঙ্গা সংকটের সমাধান’ 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!