X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কারিগরি শিক্ষায় বিনিয়োগ করতে বিত্তবানদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৪

 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ছবি: সংগৃহীত) ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নত করতে চাইলে কারিগরি শিক্ষাকে বিশ্বমানের করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘বেসরকারি উদ্যোক্তা, পুঁজিপতি, ব্যবসায়ী ও কারখানা মালিকদের কারিগরি শিক্ষায় বিনিয়োগে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে।’ শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে ‘স্কিলস কম্পিটিশন-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

কারিগরি শিক্ষা অধিদফতরের স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) অনুষ্ঠানটির আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিভাবকরা তাদের সন্তানদের বড় বড় সার্টিফিকেটধারী বানাতে চান। কিন্তু কোনও উদ্ভাবক বানাতে চান না। অথচ এটাই সবচেয়ে বেশি জরুরি। নতুন নতুন উদ্ভাবন ছাড়া দেশে এগুতে পারে না। এছাড়া এর মাধ্যমে আয়ও ভালো হয়। তাই আমাদের  বেশি বেশি উদ্ভাবক ও আবিষ্কারক দরকার। তবে এই উদ্ভাবনের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে বিনিয়োগ। তাই বেসরকারি উদ্যোক্তা, পুঁজিপতি, ব্যবসায়ী ও কারখানা মালিকদের এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আগে যখন ৫ কোটি মানুষ ছিল তখনও দুর্ভিক্ষ হতো। আর এখন ১৬ কোটি মানুষ। কিন্তু কষ্ট করতে হলেও প্রাকৃতিক দুর্যোগে আর দুর্ভিক্ষ হয় না। এর কারণ আমাদের কৃষক ও কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন। তাই কারিগরি শিক্ষার কোনও বিকল্প নেই।’

কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস’র রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মো. মোখলেছুর রহমান প্রমুখ।

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত