X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ট্রেড-বেইজড মানি লন্ডারিং’ বাংলাদেশের জন্য বড় হুমকি: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ১৮:২২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৮:২৩

‘ট্রেড-বেইজড মানি লন্ডারিং’ বাংলাদেশের জন্য বড় হুমকি, বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি মনে করেন, অবৈধ অর্থপাচার ঠেকাতে বিদ্যমান আইনি দুর্বলতাও এর অন্যতম কারণ। সোমবার (২ অক্টোবর) ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অ্যান্টি-করাপশন অ্যাডভাইজার জোরানা মার্কোভিকের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

প্রতিনিধি দলের সঙ্গে দুদক চেয়ারম্যানের মতবিনিময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সাইবার ক্রাইম, অর্থপাচার এবং বড় বড় দুর্নীতিগুলোর পূর্ণাঙ্গ অনুসন্ধান বা তদন্ত করার মতো দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান বা তদন্তে কী ধরনের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে, যার মাধ্যমে বিষয়টি আদালতে প্রমাণ করা যাবে, সেসব বিষয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তাদের সক্ষমতারও ঘাটতি রয়েছে। তাই কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের স্বার্থে আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক চায় সরকারি সেবা দেওয়ার পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে দুর্নীতির উৎস বন্ধ করতে। কমিশনের সম্পদ পুনঃরুদ্ধার ইউনিট না থাকায় মামলা নিষ্পত্তির পরও জনগণের সম্পদের সঠিক ব্যবস্থাপনা করা যাচ্ছিল না। তাই দুদকের নিজস্ব সম্পদ পুনঃরুদ্ধার ইউনিট গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসি সহযোগিতা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এক্ষেত্রে ইউএনওডিসির সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনের বিধান অনুযায়ী দুদক ইতোমধ্যেই ভুটানের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এছাড়া রাশিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

আগামীকাল মঙ্গলবারও (৩ অক্টোবর) একই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দুদকের বৈঠক হবে। মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিন, ইউএনওডিসির কনসালটেন্ট রিাচার্ড ই. মেসিক, দুদক মহাপরিচালক মো. মঈদুল ইসলাম, মো. আতিকুর রহমান খান প্রমুখ।

/জেইউ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!