X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা নিশ্চিত না হলে কর্মস্থলে ফিরবেন না চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ১৫:১০আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:২২

পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেন ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রেখে কর্মস্থলে নিজেদের নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে প্রথম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি শেষ করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এসময় ঢামেক হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ ছিল। কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের অনারারি মেডিক্যাল অফিসারসহ (এইচএমও) অন্য চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে কর্মস্থলে ফিরবেন না চিকিৎসকরা।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের সামনে নিজেদের দাবি-দাওয়া উল্লেখ করা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অবস্থান করেন চিকিৎসকরা। তারা জানান, পাঁচ দফা দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
চিকিৎসকদের দাবিগুলো হলো— চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে একজন রোগীর সঙ্গে দুই জনের বেশি স্বজন বা ভিজিটরকে প্রবেশ করতে না দেওয়া; ঢামেকের প্রতিটি প্রবেশপথের নিরাপত্তা জোরদার করতে আনসার বাহিনীর পাশাপাশি অন্য কোনও দক্ষ বাহিনীকে নিয়োজিত করা; অবিলম্বে চিকিৎসা সুরক্ষা আইনের বাস্তবায়ন; রবিবার চিকিৎসকের হাত ভেঙে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তি ও দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং আহতদের সুচিকিৎসার দায়িত্ব নেওয়া।
ঢামেক হাসপাতালের বহির্বিভাগের সামনে বিক্ষোভরত ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসকরা অভিযোগ করে বলেন, হাসপাতালে একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুই জন করে ভিজিটর থাকার নিয়ম থাকলেও সেই নিয়ম মানা হচ্ছে না। এককজন রোগীর সঙ্গে পাঁচ-সাত জনও ভিজিটর থাকেন। ধারণক্ষমতার চেয়েও বেশি রোগী থাকায় বাড়তি ভিজিটরদের উপস্থিতি চিকিৎসার পরিবেশ নষ্ট করে। আবার এসব কারণে সামান্য ত্রুটি-বিচ্যুতি হলে তার জন্য আবার আমাদেরই হেনস্তা হতে হয়। এ কারণে একজন রোগীর জন্য দুই জন করে ভিজিটর থাকার নিয়ম অবিলম্বে কার্যকর করার দাবি জানান তারা। শুধু তাই নয়, অনুমোদিত ভিজিটরদের আইডি কার্ড পরিধানের বিষয়টি নিশ্চিত করার দাবি তোলেন তারা। প্রয়োজনে তারা নিজেরাও আইডি কার্ড পরে থাকবেন বলে জানান।
বিক্ষোভ কর্মসূচিতে ঢামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তাফিজুর রহমান মুস্তাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের প্রথম দাবি, হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা কর্মক্ষেত্রে ফিরে যাবো না। আমাদের সুরক্ষার জন্য নীতিমাল নির্ধারণ করতে হবে। হাসপাতালের প্রতিটি প্রব্শেপথে আনসার বাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও যুক্ত করতে হবে।’
রোগীর সঙ্গে থাকা ভিজিটরদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একজন রোগীর সঙ্গে দুই জন করে ভিজিটর থাকবেন, তাদের গলায় আইডি থাকতে হবে। একজন রোগীর সঙ্গে পাঁচ-ছয় জন করে ভিজিটর থাকলে চিকিৎসার পরিবেশ নষ্ট নয়। কিছু হলেই তারা চিকিৎসকদের ওপর হাত তোলার মতো সাহস দেখায়। আমরা চাই, হাসপাতালের ভেতরে যেন আনঅথরাইজড কেউ না থাকতে পারে।’
পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির সময় বন্ধ ছিল ঢামেক হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা ডা. মুস্তাক আরও বলেন, ‘আমাদের আজকের কর্মসূচি শেষ করছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের সিসিইউ-২-তে ভর্তি হন নওশাদ নামের এক রোগী। ২৯ অক্টোবর সকাল ১১টার দিকে তার মৃত্যু হলে এ মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা ডাক্তারদের ওপর চড়াও হন। এসময় তাদের আঘাতে একজন ডাক্তার ও দুই আনসার সদস্য আহত হন। পরে হাসপাতালের ডাক্তার, স্টাফ ও আনসার সদস্যরা মিলে রোগীর স্বজনদেরও মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢামেক হাসপাতালের ২ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর রবিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ রাখেন চিকিৎসকরা। এর প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টার দিকে ফের চালু হয় জরুরি বিভাগের সেবা

/জেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা