X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে আইজিসিএসই পরীক্ষায় বিশ্বসেরা বাংলাদেশের তিন ছাত্রী

অহিদুল ইসলাম, সৌদি আরব
০৩ নভেম্বর ২০১৭, ২০:৩৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২২:৪৬

বিশ্বসেরা তিন শিক্ষার্থীকে সম্মানিত করলো বিআইএসইএস আরব-আঞ্চলিক দেশগুলোতে মাতৃভাষা বাংলার গৌরব ছড়িয়ে দিলেন বাংলাদেশের তরুণীরা। সৌদি আরবে ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের তিন ছাত্রী।

আইজিসিএসই পরীক্ষায় ২০১৭ শিক্ষাবর্ষে গণিতে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার (বিআইএসইএস) একাদশ শ্রেণির ছাত্রী নাবিহা হোসেন। গোটা সৌদি আরবের আন্তঃস্কুল ফলাফলেও প্রথম স্থান অধিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

বিআইএসইএস-এর একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী নুসাইবা আমিনও গণিতে বিশ্বসেরা হয়েছেন। পুরো সৌদি আরবের শিক্ষার্থীদের টপকে পরীক্ষায় সর্বোচ্চ স্থান দখল করেন তিনি।

এছাড়া মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক জিসিএসই এডেক্সেল শিক্ষাক্রম পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে একই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী জারিন তাসমিন। সে পড়াশোনা করছে বিআইএসইএস-এর ব্রিটিশ কারিকুলাম ইংরেজি শিক্ষা মাধ্যমে।

গত ১ নভেম্বর সকালে এক সমাবেশে তিন জনকে বিআইএসইএস-এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. আবুল বাশার মো. নূরুজ্জামান।

নিষ্ঠা, অভিজ্ঞান ও কঠিন অধ্যবসায় থাকলে এ ধরনের গৌরবান্বিত ফল করা সম্ভব বলে মনে করেন বিআইএসইএস অধ্যক্ষ মো. বজলুর রশিদ। এ সময় আরও ছিলেন ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা।

ক্রেস্ট তুলে দেওয়ার সময় তিন কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন জানান পর্ষদ চেয়ারম্যান। তিনি বলেন, ‘বিআইএসইএস-এর জন্য এটি সর্বোচ্চ অর্জন। এর মধ্য দিয়ে অন্য শিক্ষার্থীদের মধ্যে বিশ্বজয়ের আগ্রহ তৈরি হতে পারে।’

বিআইএসইএস চেয়ারম্যান আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে আমাদের পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক চেষ্টা আরও একবার প্রমাণ করলো, বিআইএসইএস-এর শিক্ষার্থীরা চ্যালেঞ্জ মোকাবিলায় সবদিক দিয়ে এগিয়ে।’

ক্রেস্ট হাতে পেয়ে আবেগাপ্লুত হন তিন ছাত্রী। উচ্চশিক্ষায় আরও ভালো ফল অর্জন করে দেশের মুখ উজ্জ্বল রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তিন জনই কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, পর্ষদ-কর্মকর্তা ও অভিভাবকদের।

এ বছর ২০১৭ মে-জুন সেশনে সৌদি আরবের রিয়াদ থেকে আইজিসিএসই পরীক্ষায় অংশ নেয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ৬০ ছাত্র এবং ৪০ ছাত্রী মিলিয়ে মোট ১০০ শিক্ষার্থী। নিজেদের তত্ত্বাবধানে এই পরীক্ষা পৃথক পৃথক দেশে তদারকি করে থাকে ব্রিটিশ কাউন্সিল।

/জেএইচ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!