X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে শিশু পার্ক অন্য জায়গায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৬:৩৯আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৬:৪৫

শিশু পার্ক (ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত)

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চে দেওয়া ভাষণের মঞ্চটি পুনর্নির্মাণ করতে প্রয়োজনে শিশু পার্ক অন্য জায়গয় করা যাবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিকালে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিটের শুনানিতে আইনজীবী বশির আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক মঞ্চটি স্থাপনের আবেদন জানান। 

তখন আদালত অভিযোগ করে বলেন, ‘বলতে গেলে অনেক কথা চলে আসে। একাত্তরে সোহরাওয়ার্দী উদ্যানের একটি মঞ্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন।সেখানেই মুক্তিযোদ্ধারা যুদ্ধের পর অস্ত্র সমর্পণ করেন।  মুক্তিযুদ্ধে ভারত যে সহযোগিতা করেছিল, তার জন্য ওই স্টেজ থেকেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ধন্যবাদ জানানো হয়। সেই মঞ্চটি যেন না থাকে, সেজন্য সেখানে শিশু পার্ক করা হয়। তবে প্রয়োজনে শিশু পার্ক অন্য কোথাও করা যাবে।’

আইনজীবী বশির আহমেদ বলেন, ‘এ কারণেই সেখানে মঞ্চ স্থাপনের আবেদন জানিয়েছি।’ এরপর ভারতের তাজমহল সংক্রান্ত মামলার প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আদালত এসময় আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘‘ভারতে আপনি যে প্রান্তেই যাবেন, তারা ‘জয় হিন্দ’ বলে একে অন্যকে সম্বোধন করবে। আমাদের এখানে কেন সেই সম্বোধন নেই? আমাদেরও তো ‘জয় বাংলা’ আছে। কিন্তু আমাদের এখানে ‘জয় বাংলা’ বললে ভাবে এটা পলিটিক্যাল।’’

এরপরই আদালত ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের স্থানে মঞ্চ পুনর্নির্মাণ করে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ ও দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

পরে এ বিষয় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,  ‘শিশু পার্ক সরানোর বিষয়ে আদালতের আদেশ না দেখে কিছু বলতে পারবো না। তবে তদন্ত করে বা জরিপ করে সোহরাওয়ার্দী উদ্যানের গুরুত্বপূর্ণ স্থানগুলো সংরক্ষণ করা দরকার।’

‘জয় বাংলা’ প্রসঙ্গ নিয়ে আদালতের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘‘যারা ‘জয় বাংলা’ বলে না তারা হীনমন্যতায় ভোগে। একাত্তরের আগে থেকেই ‘জয় বাংলা’ স্লোগান ছিল আমাদের একত্রিত করার স্বাধীনতার স্লোগান। এটা জাতীয় স্লোগান।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মঞ্চ কেন পুনর্নির্মাণ নয়

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন