X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘হুমকির কারণে ছেলেদের নিয়েও আতঙ্কে ছিলেন সুমন জাহিদ’

রাফসান জানি
২২ জুন ২০১৮, ২২:৫০আপডেট : ২৩ জুন ২০১৮, ০৮:৪৪

সুমন জাহিদ

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় ক্রমাগত হুমকির মুখে ছিলেন। একারণে তার ছেলেরা বাসার বাইরে যাওয়ার পর কিছুটা বিলম্ব হলেই আতঙ্কে থাকতেন তিনি। ভয় পেতেন, ছেলেদের না কোনও ক্ষতি করে ফেলে দুর্বৃত্তরা।

হুমকির কারণে সুমন জাহিদ নিজে ও তার পরিবার উৎকণ্ঠায় সময় কাটিয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী দ্রাকসিন্দা জেবিন। শুক্রবার (২২ জুন) দুপুরে বাংলা ট্রিবিউনের প্রতিবেদককে এসব কথা বলেন জেবিন।

গত ১৪ জুন সকালে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় রেললাইনের পাশ থেকে সুমন জাহিদের (৫২) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে কমলাপুর রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

এদিকে, ময়নাতদন্তে প্রাথমিকভাবে ট্রেনে কাটা পড়ে সুমন জাহিদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানালেও পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা।

ট্রেনে কাটা পড়ে সুমন জাহিদ মারা যাবেন বা আত্মহত্যা করবেন, এমনটি মানতে পারছেন না তার পরিবারের সদস্যরা। তাদের দাবি— সুমন জাহিদের পরিবারে এমন কোনও অশান্তি ছিল না, যেকারণে তিনি আত্মহত্যা করবেন। এটা হতে পারে না। এগুলো ষড়যন্ত্র। আগে হত্যা করে পরে তাকে রেল লাইনে ফেলে রেখে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে বলে দাবি স্বজনদের।

সুমন জাহিদের স্ত্রী দ্রাকসিন্দা জেবিন বলেন, ‘যুদ্ধাপরাধের মামলায় চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী হবার পর থেকেই সুমন জাহিদের কাছে হুমকি আসতে শুরু করে। ফোন, ফেসবুকে আসা হুমকির কারণে আমরা পুরো পরিবার আতঙ্কে থাকতাম। সন্তানদের নিয়ে ওর আতঙ্ক ছিল। সন্তানরা বাড়ির বাইরে কিছু বেশি সময় কাটালেই তার (সুমন জাহিদ) আতঙ্ক বেড়ে যেত। খুব বেশি টেনশন করতে দেখেছি তাকে। শঙ্কা ছিল, ছেলেদের কোনও ক্ষতি করে কিনা বিরোধীরা।’

সুমন জাহিদের স্ত্রী দ্রাকসিন্দা জেবিন ‘ও (সুমন জাহিদ) কিছুটা চাপা স্বভাবের ছিল। যেকারণে অনেককছিু হলেও আমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতো না। ভয় ছিল, আমরা যাতে টেনশন না করি। বেশ কিছুদিন ধরে ফোন আসলেই দূরে সরে গিয়ে কথা বলতো। কথা শেষে মন খারাপ করে থাকতো। জিজ্ঞেস করলে কিছুই বলতো না।’— কথাগুলো বলছিলেন দ্রাকসিন্দা জেবিন।

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ও তাদের বিরুদ্ধে লেখালেখির কারণে পরিকল্পিতভাবে সুমন জাহিদকে হত্যা করা হয়েছে বলে দাবি তার স্ত্রী ও শ্যালক কাজী মো. ইসমাইলের।

শ্যালকের দাবি, ‘‘নানামুখী হুমকির কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুলিশি পাহারার ব্যবস্থা করেছিল। পুলিশ নিয়মিত খোঁজ-খবর নিতো। কয়েকদিন আগে সুমন ভাইকে আর্মসের লাইসেন্স নিতে বলেছিল। তখন সুমন ভাই বলেছিলেন— ‘আমি এগুলো নিয়ে কী করবো। এগুলো আমার দরকার নাই।’ কোনও তথ্য না থাকলে কেন হঠাৎ অস্ত্র নেওয়ার কথা বলবে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা চাই, এর বিচার হোক। প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হোক।’’ 

সুমন জাহিদের শ্যালক ইসমাইল আরও বলেন, ‘সুমন ভাইয়ের কোনও ধরনের চাপ ছিল না। অন্তত আমাদের জানা নেই। আমরা পাশাপাশি থাকি এবং সম্পর্কও ভালো ছিল। ফলে কোনও ধরনের চাপ থাকলে আমরা জানতে পারতাম। কী এমন হলো যে, আমরা কিছুই জানতে পারলাম না।’

ঘটনার দিন সুমন জাহিদকে আত্মহত্যা করতে দেখেছে বলে দাবি করেছে আট বছরের একটি মেয়ে শিশু। তবে এই প্রত্যক্ষদর্শীর বক্তব্য কারও মাধ্যমে প্রভাবিত কিনা, তা যাচাই করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন শ্যালক কাজী ইসমাঈল।

শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে দাবি করেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ফারুক মজুমদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবারের দাবি, উনার ওপর থাকা হুমকি ও অন্যান্য সবগুলো বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হওয়ার আগে আমরা কোনও মন্তব্য করতে চাই না।’

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র