X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারি মাসে হতে পারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ০১:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০১:৫৫

অনিবার্য কারণে স্থগিত হওয়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কবে হবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য অধিদফতর। তবে, এটি আগামী ফেব্রুয়ারি মাসে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতর থেকে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (ফাইল ছবি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালককে (পরিকল্পনা ও উন্নয়ন) প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।’

কমিটির চেয়ারম্যান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ এইচ এম এনায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদেরকে বিষয়টি তদন্ত করার জন্য সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। রবিবার ছিল এর প্রথম দিন। সোমবার দ্বিতীয় কর্মদিবসে আমরা ফাউন্ডআউট করছি, আমরা দেখছি যে কি অবস্থা। আমরা সাত কর্মদিবসের আগেই তদন্ত প্রতিবেদন দিয়ে দেবো, এমনটিই আশা করছি।’

গত ১৯ জানুয়ারি সারাদেশে ০-৫ বছর বয়সী শিশুদের খাওয়ানোর জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে ঘোষণা দিয়ে এই ক্যাম্পেইন স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্যকারণবশত ১৯ জানুয়ারির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। ক্যাম্পেইনের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।’ 

গঠিত তদন্ত কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক খলিলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ) এর অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক সাইদুর রহমান খসরু, বিশ্বস্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি এবং অন্য দুটি সংস্থার দুজন প্রতিনিধি। 

প্রসঙ্গত, প্রতিবছর প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখছে। 

 

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ