X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভূমি অফিস ও ডিপিডিসিতে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ২০:৩০আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:০৭

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর উত্তরখানে ভূমি অফিস ও লালবাগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) জোন অফিসে সোমবার (১৮ নভেম্বর) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভূমি নামজারি নিয়ে হয়রানির অভিযোগে উত্তর খানে ভূমি অফিসে অভিযান চালানো হয়েছে। অভিযোগ কেন্দ্রে (টোল-ফ্রি হটলাইন-১০৬) এক ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে দুদক টিম জানতে পারে, অভিযোগকারী ৩ মাস আগে নামজারির জন্য আবেদন করলেও নানা অজুহাত দেখিয়ে তার আবেদন ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যানুসন্ধানে উত্তরখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার গাফিলতির প্রমাণ পায় দুদক টিম। তাকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে, এক গ্রাহকের কাছে ১ কোটি ৩৪ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগে ডিপিডিসি’র লালবাগ জোন অফিসে অভিযান চালায় দুদক। দুদক হটলাইনে অভিযোগ আসে, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি গত ১০ বছর ধরে কোনও বিল না দিলেও ডিপিডিসি কর্তৃপক্ষ তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি। অভিযোগ পেয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। অভিযানে এ অভিযোগের সত্যতা পায় দুদক টিম। তারা জানতে পারেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আদালতে আবেদনের মাধ্যমে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিল দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন। দুদক টিম বকেয়া আদায়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে ডিপিডিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।

/ডিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ