X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় নির্বাচনি শো-ডাউন থেকে বাস ভাঙচুর, মেয়র প্রার্থীকে শোকজ

গাইবান্ধা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৫, ১০:৫১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১০:৫১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের শো-ডাউন থেকে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় রবিবার রাতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরক সিনেমা হল মোড় এলাকায় রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঐশ্বর্য্য পরিবহন নামের ওই যাত্রীবাহী বাসটি ভাংচুরের ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আতাউর রহমান সরকারের নৌকা মার্কার সমর্থকরা রবিবার সন্ধ্যার দিকে দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে একটি শো-ডাউন বের করে। রংপুর-ঢাকা মহাসড়ক ধরে সন্ধ্যায় মিছিলটি হীরক সিনেমা হলের সামনে এলে সেখানে রাস্তার ওপর দাঁড়ানো রংপুর থেকে বগুড়াগামী ঐশ্বর্য্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অতর্কিতভাবে হামলা চালায় মিছিলে থাকা কিছু দুর্বৃত্ত। তারা বাসের দুই পাশের জানালা ও সামনের এবং পেছনের গ্লাস ভাঙচুর করে।

তিনি আরও জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামাণিক ও সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস আলমসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে থানায় রবিবার রাত ১১ টা পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি।

এদিকে, ওই বাসের সুপারভাইজার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করেই শো-ডাউন থেকে কয়েকজন তাদের বাসে হামলা চালান। এতে বাসের গ্লাস ভেঙে ৬/৭ জন যাত্রী আহত হন।

তবে, শো-ডাউনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, শান্তিপূর্ণ প্রচার শো-ডাউনের ভেতরে বাসটি হঠাৎ ঢুকে পড়ে। এসময় তাদের কয়েকজন কর্মী ও সমর্থক আহত হন। এ ঘটনায় শো-ডাউনের লোকজন বিক্ষুব্ধ হয়ে বাসটিতে হামলা করে।

গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে শো-ডাউন করার অভিযোগে রাত ৯টার দিকে মেয়র প্রার্থী আতাউর রহমান সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে মেয়র প্রার্থী আতাউর রহমান সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত