X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শিগগিরই আসছে আওয়ামীপন্থী আইনজীবীদের একক সংগঠন

পাভেল হায়দার চৌধুরী
৩০ এপ্রিল ২০১৭, ২১:৩০আপডেট : ০১ মে ২০১৭, ০৭:৫৪

 

আওয়ামী লীগ শিগগিরই আওয়ামীপন্থী আইনজীবীদের নিয়ে একটি একক সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ লক্ষ্যে রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় একটি অবিভক্ত সংগঠন করার জন্য প্রাথমিকভাবে একমত পোষণ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। বৈঠকে উপস্থিত  আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা ও আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট আইনজীবীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষ একটি অবিভক্ত সংগঠনের পক্ষে মত প্রকাশ করে। শিগগিরই আড়ম্বরপূর্ণ সম্মেলনের মধ্য দিয়ে আইনজীবীদের নিয়ে একটি অবিভক্ত সংগঠন গড়ে তোলার বিষয়েও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন গড়ে তোলার বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার পরামর্শ নেবেন আইনজীবীরা। এছাড়া দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী এক সপ্তাহের মধ্যে আইনজীবীদের নিয়ে আরেকটি বৈঠক করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বিলুপ্ত করা হয়। আওয়ামী লীগপন্থী দু’টি আইনজীবী সংগঠনের মধ্যে বিরোধ থাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থীরা পরাজিত হন। এই বিরোধ নিষ্পত্তি করতে দু’টি সংগঠন ভেঙে দেওয়া হয়।        

এদিকে, বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও আইনজীবী নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য ও আইনজীবী নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার প্রমুখ। আইনজীবী নেতাদের মধ্যে অ্যাডভোকেট আব্দুল বাছেত মজুমদার, অ্যাডভোকেট লায়েকুজ্জামান, আব্দুল্লাহ আবু, সৈয়দ রেজাউর রহমান, রেজাউল করিম রেজাসহ ২৪ জন আইনজীবী উপস্থিত ছিলেন।

সভায় অ্যাডভোটেক সৈয়দ রেজাউর রহমান আইনজীবীদের একক সংগঠনে ব্যারিস্টার আমির-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ সিনিয়র আইনজীবীদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) পরামর্শে যখন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে, সংগঠন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সভায় আইনজীবী নেতারা যখন একে অন্যের দোষত্রুটি ধরে বক্তব্য রাখছিলেন, তখন ওবায়দুল কাদের বলেন, ‘অতীত নিয়ে আর কথা বলতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই ভবিষ্যেতের জন্য কী করলে ভালো হবে, তা নিয়ে আলোচনা করাই ভালো। কার দোষ আছে, কার গুণ আছে, তা নিয়ে আর কথা বলতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

এ প্রসঙ্গে জানতে চাইলে আইনজীবী নেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বাংলা ট্রিবউনকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪জন আইনজীবীকে নিয়ে একটি বৈঠক করেন। সেখানে অবিভক্ত একটি আইনজীবী ফোরাম গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নিয়ে শিগগিরই সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠন আত্মপ্রকাশ করবে।’

জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলা ট্রিবউনকে বলেন, ‘আইনজীবী নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠকে অবিভক্ত একটি আইনজীবী সংগঠন গঠন করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে দ্রুত এ সংগঠনটি আত্মপ্রকাশ করবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবউনকে বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আজ আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছি। সেখানে অবিভক্ত আইনজীবী সংগঠন গড়ে তোলার জন্য প্রাথমিক আলোচনা হয়েছে। এক সপ্তাহের মধ্যে আইনজীবী নেতাদের সঙ্গে আরও একটি বৈঠক করা হবে। সেখানে সিনিয়র আইনজীবীরা থাকবেন।’ এরপর দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিয়ে সম্মেলন করে আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে বলেও তিনি জানান।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
জিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি