X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

বিএনপি সিদ্ধান্ত নিলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৬:১২আপডেট : ২৫ মে ২০১৭, ১৬:১৮

শামসুজ্জামান দুদু (ফাইল ছবি) বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দল (বিএনপি) সিদ্ধান্ত নিলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না।’ বুধবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে ৯০'র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
দুদু বলেছেন, ‘কাউকে জেলে রেখে আমরা নির্বাচনে যাবো না। তাদের (সরকার) বিরুদ্ধে কার্যকর গণ আন্দোলন গড়ে তুলে আমরা দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবো। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে তিনটি শর্ত মানতে হবে বলেও দাবি করেন দুদু।
তিনটি শর্ত সম্পর্কে তিনি বলেন, ‘সিইসিকে তিনটি শর্ত মানতে হবে। প্রথম শর্ত- খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় শর্ত- সব রাজবন্দির মুক্তি দিতে হবে। আর তৃতীয় শর্ত- যারা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করে লুটপাট করছে, যাদের লজ্জা শরম কিছু নেই তারা ক্ষমতায় থাকতে পারবে না।’ নির্বাচনকালীন সহায়ক সরকার থাকবে, যোগ করেন শামসুজ্জামান দুদু।
দুদু বলেন, ‘এই তিনটি শর্ত মেনে নিলে তার পরের দিন বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে। এর বাইরে যতো চেষ্টাই করা হোক, বাংলাদেশে কোনও জাতীয় নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না।’
সরকারের বন্ধুরা ধীরে ধীরে সরে যাচ্ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের সবচেয়ে কাছের বন্ধু ভারত বলেছে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে আছে- আমরা তাদেরকে অভিনন্দন জানাই।’
দুদু বলেন, ‘সরকারের মাথা খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বস্তিতে নেই। তারা বলেছিল- তারা নাকি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। কোথায় গেল সেগুলো?’
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম-মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
/এসটিএস/এসএমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও