X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সদস্য সংগ্রহের শুরুতেই লক্ষ্যমাত্রা থেকে বিচ্যুত বিএনপি

সালমান তারেক শাকিল
০৬ জুলাই ২০১৭, ২১:০৭আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২১:২০

 

বিএনপি সংসদের বাইরে থাকার বিরোধী দল বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ১ জুলাই উদ্বোধন করা হলেও মাত্র ৫ দিনের মাথায় মুখ থুবড়ে পড়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুই মাসে এক কোটি নতুন সদস্য করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। দলের চেয়ারপারসনের টার্গেট অনুযায়ী, ১ জুলাই থেকে প্রতিদিন ১ লাখ ৬০ হাজারের বেশি সদস্য ফরম পূরণ হওয়ার কথা। কিন্তু এই ৫ দিনে দলের দফতর ও সাংগঠনিক বিভাগের অগ্রগতি আশানুরূপ নয় বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ জানান, ‘ফরম বিতরনের পরিমাণ ২ লাখের কমবেশি হবে।’

গত শনিবার রাতে সদস্য ফরম পূরণ শুরু হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত খবর, দুই থেকে সোয়া লাখের বেশি সংখ্যা হবে না বলেই মনে করছে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের সঙ্গে যুক্ত দায়িত্বশীল নেতারা। আর জেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, কোনও কোনও জেলায় এখন পর্যন্ত কোনও ফরমই বিতরণ করা হয়নি।

জানতে চাইলে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরমগুলো কেবল যাচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এক কোটি লক্ষমাত্রা অর্জন নাও হতে পারে, এক্ষেত্রে আরও কিছু সময় লাগবে।’

যদিও কার্যক্রম উদ্বোধনকালে দলের চেয়ারপারসন বলেছিলেন, ‘গত ২০১৩ সালে সদস্য সংগ্রহ কার্যক্রমের লক্ষ্যমাত্রা ছিল ৫০ লাখ। এবার আমাদের টার্গেট ১ কোটি।’ ওই অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, ‘সবাই মিলে দায়িত্ব নিলে এটা কঠিন কাজ নয়।’

ওই অনুষ্ঠানে সূচনা বক্তব্যে রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘সরকার প্রায় বিএনপির নেতাকর্মীদের গুম করে ফেলে, মায়ের কাছ থেকে তুলে নিয়ে যায়। তাই লিখিতভাবে নেতাকর্মীদের নাম-ঠিকানা এখন সংগ্রহ থাকবে।’

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মাসুম বলেন, ‘এখন কার্যক্রম শুরু হয়নি। আমাদের দায়িত্বশীলদের অনেকে ঢাকাতে অবস্থান করছেন, তারা এলেই শুরু হবে।’

তবে কোনও জেলায় খালেদা জিয়ার উদ্বোধনের আগেই ফরম বিতরণ হয়। নরসিংদী জেলায় প্রাথমিক সদস্য ফরম বিতরণ করেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ১ জুলাই রাতে খালেদা জিয়া উদ্বোধনের আগেই তিনি এলাকায় ফরম বিতরণ করে ঢাকায় ফিরে আসেন। একই সঙ্গে উদ্বোধনের আগেই রুহুল কবির রিজভীকে গুলশান কার্যালয়ে বসে নেতাদের ডেকে ফরম পূরণ করান।

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘আমার বিভাগীয় জেলায় ফরম বিতরণ করেছি। বিভিন্নস্থানে সদস্য সংগ্রহ শুরু হয়েছে। তবে সংখ্যা নিরূপিত না হওয়ায় বলা যাচ্ছে না।’

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমার এলাকায় ফরম বই যাচ্ছে। নেতারা এসে প্রাথমিক সদস্য ফরম নিয়ে যাচ্ছেন।’

বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা মনে করেন, নির্বাচনের ডামাঢোলের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান কতটা সফল হবে, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমনকি উদ্বোধনের দিন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাড়াই এই কার্যক্রম শুরু করা নিয়েও দলটির সিনিয়র নেতাদের মধ্যে বিরূপ মনোভাব কাজ করছে। কারণ সাংগঠনিকভাবে এই ধরনের কাজে সরাসরি নির্দেশনা দেন দলীয় মহাসচিব। এক্ষেত্রে এবার তার সম্পৃক্ততা প্রায় নেই বললেই চলে। এই কার্যক্রম এখন সরাসরি তত্ত্বাবধান করছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও জানতে চেয়ে ফোন করা হলে মির্জা ফখরুল ফোন রিসিভ করেননি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘১ জুলাই প্রাথমিক সদস্য ফরম পূরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের চেয়ারপারসন। ওই দিন তিনি নিজে ১০ টাকা দিয়ে ফরম পূরণ করেন। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন পেশার ৬ জন নতুন সদস্য ফরম পূরণ করেন।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত