X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের বক্তব্য আদালত অবমাননার শামিল: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ২১:২৭আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২২:৪৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ক্ষমতাসীন দল তেলে-বেগুনে জ্বলে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রায় ঘোষণার পরে আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে। তারা এমন সব মন্তব্য করছে যেগুলো শুধু অশালীনই নয়, আদালত অবমাননারও শামিল। হাইকোর্টে সাজাপ্রাপ্ত একজন মন্ত্রী, যার নিজের মন্ত্রিত্বই থাকা উচিত নয়, তিনি আবার গতকাল (বৃহস্পতিবার) প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। খুব চিৎকার করে কথা বলেছেন।’
শুক্রবার (১১ আগস্ট) বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। অনুষ্ঠানে ফখরুল বলেন, ‘আমি বলতে চাই, আগে নিজের মুখের দিকে তাকান। নিজেদের চেহারা আয়নাতে দেখুন। দেখুন আপনারা কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রকে, কোথায় নিয়ে গেছেন দেশকে। একটা দানবীয় সরকারের পরিণত হয়েছেন আপনারা, দানবের মতো সবকিছুকে ধ্বংস করে দিচ্ছেন— গণতন্ত্র ধ্বংস করছেন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন, মানুষের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছেন। আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে সত্য কথা বেরিয়ে এসেছে।’
ফখরুল বলেন, ‘বিএনপি নয়, আওয়ামী লীগই পেছনে দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। আমরা বরাবরই দেখেছি, বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই দলটি পেছন দরজা দিয়ে চেষ্টা চালায়। এবারও তারা জনগণকে ভুল বুঝিয়ে আবারও পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা মনে করেছে, আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি একতরফা একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসবে। আমরা আবারও বলছি, ২০১৪ সালে যে নির্বাচন হয়েছে, সেটা ২০১৮ সালে হবে না। এ দেশের মানুষ তা মেনে নেবে না।’
গত ৮ জুলাই পূর্ব লন্ডনের মুরফিল্ড চক্ষু হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে সফল অস্ত্রোপচারের প্রসঙ্গ এনে মির্জা ফখরুল বলেন, ‘তার সফল অস্ত্রোপচার হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থ আছেন। আমরা আজ ও কাল কেন্দ্রীয়ভাবে দুই দিন সারাদেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় আমাদের দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানাতে কর্মসূচি নিয়েছি।’
ফখরুল আশাবাদ জানিয়ে বলেন, ‘দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, শিগগিরই দেশে ফিরে আসবেন। তিনি যে আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে সহায়ক সরকারের অধীনে এই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করব।’
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ বিএনপি মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন-

আমরা আবার দুঃসময়ে পতিত হয়েছি: ওবায়দুল কাদের

খায়রুল হকের অপসারণের দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ