X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন জিয়া, শিল্পকর্মে রূপ দেন এরশাদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৫

আলোচনা সভায় বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং আরেক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ একে শিল্পকর্মে রূপ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।
আলোচনা সভায় সমাজকল্যাণমন্ত্রী মেনন বলেন, ‘দুই কোটি টাকার জন্য একজনকে সাজা দেওয়া হয়েছে। তার দলের দাবি, তিনি নাকি তিন বারের প্রধানমন্ত্রী। আজকে পাকিস্তানকে দেখুন! দুর্নীতির দায়ে ক্ষমতা গেছে নওয়াজ শরীফের। দলীয় পদ গেছে, এমনকি সবরকম তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই দেশের আদালত। খালেদা জিয়ার এই সাজা দেখে পাকিস্তানপ্রেমীরা কান্নাকাটি করছে।’
১৯৭৫-পরবর্তী সময়ে দেশে ইতিহাস বিকৃতি শুরু হয়েছে উল্লেখ করে মেনন বলেন, ‘বাংলাদেশে একেকজন একেকভাবে ইতিহাস লিখছে। যার কারণে অনেক ইতিহাসই বেরিয়ে আসছে না। মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাসকে সঠিকভাবে তুলে নিয়ে আসতে হবে। ইতিহাস বিকৃত করা হয়েছিল বলেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করা হয়।’
সংবিধানে সমাজতন্ত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের কোনও নির্বাচনি ইশতেহারে সমাজতন্ত্র নেই। বঙ্গবন্ধু যে সংবিধান করেছিলেন, তাতে সমাজতন্ত্রের কথা উল্লেখ ছিল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর গঠন করা হয় জাতীয় মুক্তিযুদ্ধ সমন্বয় কমিটি। ওই সমন্বয় কমিটির নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দেশের বিভিন্ন অঞ্চলকে ৯ মাস ধরেই মুক্ত রেখেছিল। কিন্তু তাদের স্বীকৃতি নেই। মুক্তিযোদ্ধার তালিকাতেও তাদের নাম ওঠে না।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বামপন্থিদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটিতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের পূর্ণতা আনা প্রয়োজন বলে মন্তব্য করেন মন্ত্রী।
আরও পড়ুন-
নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজিরের আবেদন

/এসও/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!