X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রদল নেতা জাকিরের ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১২:৪৪আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১২:৪৬




জাকির হোসেন মিলন কারা হেফাজতে অসুস্থ অবস্থায় মারা যাওয়া ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার  ময়নাতদন্ত শুরু হয়ে ১১টা ১৫ মিনিটের দিকে শেষ হয়।

এর আগে জাকিরের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন—ডা. কবীর সোহেল এবং ডা. প্রদীপ বিশ্বাস।

ডা. সোহেল মাহমুদ বলেন, ‘ময়নাতদন্তের পর আমরা ল্যাবে লাশের রক্ত পাঠিয়েছি। হার্ট এবং ফুসফুস পাঠিয়েছি হিস্টো প্যাথলজির জন্য। স্টমাক , লিভার, কিডনি এগুলা পাঠানো হয়েছে কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য। ভিসেরা রিপোর্ট পাওয়ার জন্য  এসব পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট আসতে এক থেকে দেড় মাস সময় লাগবে। ’
তিনি আরও বলেন, ‘জাকির হোসেন মিলন কীভাবে মারা গেছেন, তা আমরা এখনও নিশ্চিত নই। রিপোর্ট  আসলে নিশ্চিত হওয়া যাবে। নিহতের শরীরে কোথাও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

নিহতের চাচা বি এম অলি উল্লাহ জানান, জোহরের নামাজের পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাকিরের জানাজা হবে। পরে তার গ্রামের বাড়ি গাজীপুরের মুরকুন্দ এলাকায় তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ  জাতীয় প্রেসক্লাবে  অনুষ্ঠিত বিএনপির মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকিরকে গ্রেফতার করে। পরে ১২ মার্চ  ভোরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জাকির হোসেন অসুস্থবোধ করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে  তাকে সকাল ৮টার দিকে ঢামেকে নেওয়া হয়। সকাল ৮টা ৪০ মিনিটে ঢামেক কর্তৃপক্ষ জাকিরকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন- কারাগারে ছাত্রদল নেতার মৃত্যু

/টিওয়াই/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত