X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এশার বহিষ্কারাদেশ তুলে নিলো ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ১১:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৩:১৮

 

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন: ঢাবির সুফিয়া কামাল হলের ঘটনা তদন্তে ছাত্রলীগের কমিটি

১১ এপ্রিল রাতে নিজ হলের এক ছাত্রীকে মারধর করার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ এপ্রিল) ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে সে নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইফফাত জাহান এশা এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সে নির্দোষ প্রমাণিত হয়েছে। তাই আজকে তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।’

আরও পড়ুন: ঢাবির ছাত্রী হলে মধ্যরাতে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রীকে বহিষ্কার

এদিকে, শুক্রবার (১৩ এপ্রিল) ঢাবি মধুর ক্যান্টিনে পহেলা বৈশাখে ছাত্রলীগের কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রশ্ন করা হয়, কোনও ধরনের তদন্ত না করেই এশাকে কেন সেদিন রাতে বহিষ্কার করা হয়েছিল। এর জবাবে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ‘সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বহিষ্কার করেছিলাম। কিন্তু সবার আগে সে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। সেই হিসেবেই আমরা তার পাশে দাঁড়িয়েছি। সেদিন তার ওপর যে নির্যাতন করা হয়েছে, আমরা সেটার বিচার দাবি করছি।’

কোটা সংস্কার আন্দোলনে একাত্ম হওয়ায় মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে মারধর করা হয়। ছাত্রলীগের হল শাখার সভাপতি ইফফাত জাহান এশার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে ইফফাত জাহান এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করে ঢাবি।

 

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া