X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাবির ছাত্রী হলে মধ্যরাতে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রীকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ০২:৩৮আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৬:৫৯


ইফফাত জাহান এশা, ছবি ফেসবুক থেকে নেওয়া কোটা সংস্কার আন্দোলনে একাত্ম হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে মারধর করা হয়েছে। ছাত্রলীগের হল শাখার সভাপতি ইফফাত জাহান এশার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার জেরে এরই মধ্যে ইফফাত জাহান এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার করা ও তদন্ত কমিটি গঠনের কথা জানান।

মঙ্গলবার দিবাগত (১১ এপ্রিল) রাত সোয়া ৩টায় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন, ইফাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশ এর আগে মঙ্গলবার দিবাগত রাত (১১ এপ্রিল) সোয়া ২টায় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকজন মেয়েকে প্রহার করা হয়েছে। এ অভিযোগ উঠেছে হল সভাপতির বিরুদ্ধে। তদন্ত করে তাকে বহিষ্কার করবো।’

আহত ছাত্রীদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোরশেদা খানমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত অন্য ছাত্রীদের মধ্যে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শারমীন সুলতানা কনা, গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আফিফা আকতার রিমু ও ভূতত্ত্ব বিভাগের রিতু আক্তার।
কবি সুফিয়া কামাল হলের ভেতরে শিক্ষার্থীদের অবস্থান (ছবি- সাজ্জাদ হোসেন) এ ঘটনার প্রতিবাদে কোটা সংস্কারের আন্দোলনে যোগ দেওয়া সাধারণ শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হলের সামনে জড়ো হয়েছেন। হাজারের বেশি শিক্ষার্থী প্রশাসনের কাছে জবাব চেয়ে স্লোগান দিচ্ছেন। হলের ভেতরেও সাধারণ ছাত্রীরা বিক্ষোভ করছেন। তারাও হামলার জবাব চেয়ে স্লোগান দিচ্ছে। একই সঙ্গে কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিচ্ছেন তারা।

আহত ছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক