X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘গণতন্ত্রের ধারায় অব্যাহত সমর্থন দেবে ভারত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৩:৫১আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৪:৩১

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতীয় পার্টির মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, তার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তাদের নৈতিক সমর্থন সবসময় অব্যাহত থাকবে এবং ভারত সবসময়ই বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাপার মহাসচিব। সংবাদ সম্মেলনে কোনও প্রশ্ন গ্রহণ করা হয়নি।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, জাতীয় পার্টি বিরোধী দলে থেকেও সরকারের সঙ্গে দায়িত্ব পালন করেছে। এটি একটি বিরল দৃষ্টান্ত। তিনি বলেন, বিরোধী দল মানে শুধু বিরোধিতাই করবে- সরকারের সঙ্গে কোনও দায়িত্ব পালন করতে পারবে না- এই প্রচলিত ধারা থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসতে পেরেছে- এটা আমার (সুষমা) কাছে খুবই ভালো লেগেছে। এই দৃষ্টান্ত আগামীতে হয়তো আরও অনেক গণতান্ত্রিক দেশ গ্রহণ করতে পারবে।’

জাপা মহাসচিব দাবি করেন, ‘ভারতীয় নেতারা আশ্বাস দিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তাদের নৈতিক সমর্থন সবসময় অব্যাহত থাকবে। আলোচনাকালে ভারতের নেতারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলায় সন্তোষ প্রকাশ করেছেন।’

ভারত সফর সম্পর্কে জাপা মহাসচিব জানান, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে পার্টির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করেন। এই সফরে এরশাদের সঙ্গে ছিলেন তিনি (রুহুল আমিন হাওলাদার)-সহ  প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

রুহুল আমিন জানান, ২২ জুলাই বেলা ১টায় নয়াদিল্লি পৌঁছান এরশাদ ও তার দল। ২৫ জুলাই বিকাল ৪টায় ঢাকা ফিরে আসেন তারা। রুহুল আমিন জানান, গত ১৭ জুলাই মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এরশাদের বাসভবনে গিয়ে তাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণেই তিনি নয়াদিল্লি সফর করেন।

তিনি বলেন, ‘এই সফরটি ছিল আমাদের জন্য অত্যন্ত সম্মানের এবং গুরুত্বপূর্ণ। এই সফরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল। ভারতের প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে না থাকার কারণে তার সঙ্গে বৈঠক হয়নি। তবে তার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা ২২ জুলাই বিকাল ৪টায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেছি। এক ঘণ্টারও বেশি সময় আমরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছি।’

তিনি আরও জানান, ‘২৩ জুলাই দুপুর দেড়টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আমাদের ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বাসভবনে আমাদের বৈঠক হয়েছে। তিনটি বৈঠকই অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভারতের শীর্ষস্থানীয় ওই তিন নেতার সঙ্গে প্রায় অভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’

জাপা মহাসচিব বলেন, ‘ভারতীয় নেতারা জানিয়েছেন, তাদের সরকার এবং জনগণ বাংলাদেশের সঙ্গে বিরাজমান সু-সম্পর্ক আরও সুদৃঢ় দেখতে চায়। তারা একান্তভাবে প্রত্যাশা করেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ যেন বজায় থকে। তারা আরও বলেছেন, ভারত সবসময়ই বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। ভারতের নেতারা বাংলাদেশে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টির ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।’

আরও পড়ুন- দেশে ফিরেছেন এরশাদ

/এসটিএস/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ